kalerkantho

বুধবার ।  ১৮ মে ২০২২ । ৪ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৬ শাওয়াল ১৪৪৩  

এলাকায় ফিরে শুভর শোভাযাত্রা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে নৌকার টিকিট পাওয়া খান আহমেদ শুভকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন। গতকাল শনিবার খান আহমেদ শুভ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান। পরে শত শত মোটরসাইকেল শোভাযাত্রাসহ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় শুভর প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

বিজ্ঞাপন

খান আহমেদ শুভ এফবিসিসিআইয়ের পরিচালক টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য।সাতদিনের সেরা