ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট প্রকট। ফলে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছে রোগীরা। তা ছাড়া হাসপাতালে ওষুধেরও বেশ সংকট রয়েছে। ফলে বাধ্য হয়ে রোগীদের বাইরের ফার্মেসি থেকে ওষুধ কিনতে হচ্ছে।
অ্যাম্বুল্যান্স বসে আছে, ওষুধও নেই
- কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

হাসপাতাল সূত্রে জানা গেছে, মেডিক্যাল অফিসার, জুনিয়র কনসালট্যান্ট, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টসহ বিভিন্ন পদে জনবল সংকট রয়েছে। ফলে জরুরি বিভাগে সব সময় চিকিৎসক কিংবা চিকিৎসা সহকারীরা দায়িত্ব পালন করতে পারেন না। অথচ জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে প্রতিদিন গড়ে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়।
সরেজমিনে গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, চিকিৎসকদের ছয়টি কক্ষেই রোগীদের ভিড়। ১০১ নম্বর কক্ষের সামনে রোগীদের দীর্ঘ লাইন দেখা যায়। অনুসন্ধান ও অভ্যর্থনা কক্ষ থেকে জানা যায়, চিকিৎসা নেওয়ার জন্য ওই সময় পর্যন্ত প্রায় ১০০ জন রোগী টিকিট কেটেছে।
তবে জনবল সংকট থাকলেও স্বাস্থ্য কমপ্লেক্সটি বেশ পরিপাটি। হাসপাতালের পুরো ভবনে ঝকঝকে তকতকে মেঝে। তৃতীয় তলায় রোগী ভর্তির কক্ষটিও বেশ পরিচ্ছন্ন। হাসপাতালের ওয়াশরুমগুলো তুলনামূলক ভালো। নিচতলার রান্নাঘরটিও পরিচ্ছন্ন।
প্যাথলজি বিভাগে গেলে মেডিক্যাল টেকনোলজিস্ট মো. সাবিকুন্নাহার জানান, গত রবিবার ৯ জন রোগী বিভিন্ন পরীক্ষা করিয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ দুজন পরীক্ষা করিয়েছে। হাসপাতালের এক্স-রে মেশিনও চালু আছে বলে জানান তিনি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, ‘আউটডোর সামলাতে আমাদের বেশ হিমশিম খেতে হয়।’ চিকিৎসকসহ বিভিন্ন পদে লোকবল সংকট থাকায় সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল জানান, একজন মেডিক্যাল অফিসার, বিভিন্ন বিভাগের জুনিয়র কনসালট্যান্ট, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টসহ বিভিন্ন পদে লোকবল সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর

ইউনিসেফের শোক
শিশুদের গোপনীয়তা রক্ষা ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের অনুরোধ
নিজস্ব প্রতিবেদক

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ও গণমাধ্যমকর্মীদের প্রতি বেঁচে যাওয়া শিশুদের পরিচয় ও গোপনীয়তা রক্ষা এবং দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। গতকাল মঙ্গলবার শোক প্রকাশ করে ইউনিসেফ বাংলাদেশে তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি পোস্ট করে। বিবৃতিতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের পতাকা অর্ধনমিত রেখে জাতির সঙ্গে শোক দিবস পালন করছে ইউনিসেফ।
আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে বিবৃতিতে বলা হয়, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক প্রাণহানি হয়েছে, যার মধ্যে বেশির ভাগই শিশু। আহত হয়েছেন আরো অনেকে। আমরা আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি সেই সব পরিবারের সদস্যদের প্রতি, যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন।’ বিবৃতিতে আরো বলা হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুদের সংখ্যা ক্রমেই বাড়ছে।

‘বোনের কাছে আমার লাশটা পৌঁছে দিয়ো’
বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া

মা সমিরন বেগম মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। একমাত্র ভাই থাকেন প্রবাসে। বাবা অসুস্থ। একমাত্র বোনের বিয়ে হয়ে গেছে।
শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছেন মাসুকা (৪০)। বিমান দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন।

মাইলস্টোনে অনভিপ্রেত ঘটনা নিয়ে যা বলল আইএসপিআর
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর উত্সুক জনতা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধারকাজে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। একদল উত্সুক জনতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ভুল-বোঝাবুঝি ও বাদানুবাদের সৃষ্টি হয় বলে জানিয়েছে আইএসপিআর। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, গত সোমবার দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
উদ্ধার কার্যক্রম চলাকালে দুর্ঘটনাস্থলে উত্সুক জনতার ব্যাপক ভিড় দেখা দেয়, যা ইভাকুয়েশন ও রেসকিউ কার্যক্রমকে বারবার ব্যাহত করে।
আইএসপিআর আরো জানায়, উদ্ধার কার্যক্রম চলাকালে বিকেলের দিকে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু উত্সুক জনতা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধারকাজে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
ফলে একদল উত্সুক জনতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ভুল-বোঝাবুঝি ও বাদানুবাদের সৃষ্টি হয়, যা এক পর্যায়ে একটি অনভিপ্রেত ঘটনার অবতারণা করে।
বাংলাদেশ সেনাবাহিনী ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তে দোষী প্রমাণিত সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থেকে পেশাদারি ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন, ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেওড়াপাড়ার একটি চারতলা আবাসিক ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে আধাঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে দক্ষিণ শেওড়াপাড়ার ৫৩২ নম্বর ভবনের আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।