ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭
ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সশস্ত্র বাহিনী পর্যায়ে সহযোগিতা বাড়ছে

কূটনৈতিক প্রতিবেদক
কূটনৈতিক প্রতিবেদক
শেয়ার
বাংলাদেশের সঙ্গে সশস্ত্র বাহিনী পর্যায়ে সহযোগিতা বাড়ছে
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গতকাল সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং, বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানসহ অন্য অতিথিরা। ছবি : সংগ্রহ

বাংলাদেশের সঙ্গে ভারতের সশস্ত্র বাহিনী পর্যায়ে সহযোগিতা বাড়ছে বলে জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গতকাল সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিংও উপস্থিত ছিলেন। এই প্রথমবারের মতো ভারতের কোনো প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ হাইকমিশনে যান।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘প্রতিরক্ষা সংলাপ, স্টাফ পর্যায়ে আলোচনা, যৌথ প্রশিক্ষণ, অনুশীলন ও উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের মতো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা ক্রমে বাড়ছে। এতে আমি আনন্দিত। বাংলাদেশের তিন বাহিনীর প্রধানরা এ বছর ভারত সফর করেছেন। ভারতের সেনা ও বিমানবাহিনী প্রধানরা এ বছর বাংলাদেশ সফর করেন।

প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে ভারত বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে।’

রাজনাথ সিং বলেন, আজকের গর্বিত ও পেশাদার বাংলাদেশ সশস্ত্র বাহিনী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মৌলিক মূল্যবোধের কাছে ঋণী। মুক্তিযুদ্ধের পরীক্ষা ও সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশ সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। আজ জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিক অংশগ্রহণ এবং পেশাদারি ও অঙ্গীকারের বৈশ্বিকভাবে তাদের সম্মানের আসনে থাকা কোনো কাকতালীয় ঘটনা নয়।

রাজনাথ সিং চলতি বছরকে বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এ বছর আমরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি।’

অনুষ্ঠানে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে হাইকমিশনের আয়োজনে হাইকমিশনের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আবুল কালাম আজাদের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

শিল্পী মমতাজ গ্রেপ্তার আরো দুই মামলায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শিল্পী মমতাজ গ্রেপ্তার আরো দুই মামলায়

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আরো দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা ও ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলা রয়েছে। গতকাল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখান। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিন মমতাজকে আদালতে হাজির করা হয়। এরপর হত্যা মামলায় আশুলিয়া থানার উপপরিদর্শক মো. মজিবুর রহমান ভূইয়া এবং হত্যাচেষ্টা মামলায় উপপরিদর্শক মদন চন্দ্র সাহা তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

 

মন্তব্য

আবহাওয়া পূর্বাভাস

শেয়ার
আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৩.০ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৩.৬ডিগ্রি সে.। রাজশাহী ৩১.৫ডিগ্রি সে.। রংপুর ৩৬.৩ডিগ্রি সে.।

খুলনা ৩৪.০ডিগ্রি সে.। বরিশাল ৩৩.৭ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৪.৮ডিগ্রি সে.। সিলেট ৩৫.০ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৪.৫ডিগ্রি সে.।

চট্টগ্রাম ২৭.০ডিগ্রি সে.। রাজশাহী ২৬.২ডিগ্রি সে.। রংপুর ২৯.৫ডিগ্রি সে.। খুলনা ২৬.৫ডিগ্রি সে.।
বরিশাল ২৫.৭ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.০ডিগ্রি সে.। সিলেট ২৫.৫ডিগ্রি সে.

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকৈ মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

মন্তব্য

শোক

শেয়ার
শোক

সেলিনা বেগম

মধুমতি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীরের মা সেলিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। গত বুধবার বাদ আসর গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) জানাজা শেষে মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

প্রাসঙ্গিক
মন্তব্য
২৫ কোটি টাকা পাচার

সাবেক মন্ত্রী জাবেদদম্পতিসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
সাবেক মন্ত্রী জাবেদদম্পতিসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদক জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এই মামলাটি করেছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান। দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিদের মধ্যে অন্যতম হলেন ব্যাংকটির সাবেক পরিচালক জাবেদের ভাই আসিফুজ্জামান চৌধুরী, সাবেক পরিচালক বশির আহমেদ, আফরোজা জামান, রোকসানা জামান চৌধুরী, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলত, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, ইউনুছ আহমদ, সাবেক চেয়ারম্যান এম এ সবুর, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, জাবেদের আরামিট গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী ও কাজী মোহাম্মদ দিলদার আলম।

 

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ