kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে যাচ্ছেন ৩১ অক্টোবর

কূটনৈতিক প্রতিবেদক   

১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ অক্টোবর যুক্তরাজ্যের গ্লাসগোর উদ্দেশে ঢাকা ছাড়বেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সেখানে আগামী ১ থেকে ৩ নভেম্বর জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬-এ যোগ দেবেন। এরপর তিনি লন্ডনে যাবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা হচ্ছে।

বিজ্ঞাপন

যুক্তরাজ্য চাচ্ছে দ্বিপক্ষীয় বৈঠকটি গ্লাসগোতে আয়োজন করতে। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যুক্তরাজ্য থেকে প্রধানমন্ত্রী ফ্রান্সে যাবেন। সেখানে আগামী ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ‘সৃজনশীল অর্থনীতি বিষয়ক ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ দেওয়া হবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে ইউনেসকোর নির্বাহী পরিষদ সর্বসম্মতিক্রমে ‘সৃজনশীল অর্থনীতি বিষয়ক ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ চালু করে। এবারই প্রথমবারের মতো ওই পুরস্কার দেওয়া হবে। এদিকে আগামী ৪ থেকে ৬ ডিসেম্বর ঢাকায় শান্তি সম্মেলন আয়োজন করা হচ্ছে।সাতদিনের সেরা