একজন সহজাত এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের পথে আরো অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ দক্ষিণ কোরিয়া। বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কুন গতকাল শনিবার এ কথা জানান। আজ রবিবার কোরিয়ার জাতীয় দিবস উপলক্ষে এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূতের ওই বক্তব্য স্থান পেয়েছে।
ঢাকায় কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস জানায়, দূতাবাস আজ রবিবার কোরিয়ার জাতীয় দিবস ভার্চুয়ালি উদযাপন করবে।
বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে রাষ্ট্রদূত লি জাং-কুন সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ পাঠিয়ে শুভদিনে যোগদানের জন্য বিশিষ্ট ব্যক্তি ও বন্ধুদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত লি বলেন, ‘কোরিয়া ও বাংলাদেশ ২০২৩ সালে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করবে এবং আশা করি এটি একটি মাইলফলক বছর হবে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন উচ্চতায় উন্নীত করবে। ’ কোরীয় দূতাবাস প্রতিবছর জাতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান আয়োজন করে।