kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

৪৬ কিমি পাড়ি দিয়ে রাব্বি প্রথম

নিজস্ব প্রতিবেদক, রংপুর   

১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাঁচ ঘণ্টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড। এই সময়ের মধ্যে তিস্তা নদী সাঁতরে ৪৬ কিলোমিটার পাড়ি দিয়েছে বগুড়ার দশম শ্রেণির শিক্ষার্থী রাব্বি রহমান। এটি দেশের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। ১৪ বছর বয়সের রাব্বি ২০২০ সালে বাংলা চ্যানেল পাড়ি দিতে ৪০ জনের মধ্যে প্রথম হয়েছিল।

বিজ্ঞাপন

তার বাবা আব্দুর রহমান একজন সাঁতার প্রশিক্ষক। মুজিববর্ষ উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা ‘মুজিববর্ষ শেখ কামাল তিস্তা (৪৬ কিমি) সাঁতার-২০২১’ প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল শনিবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্ট থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় ৪৬ কিলোমিটার জলপথ পাড়ি দিয়ে রংপুরের গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু এলাকায় এসে পৌঁছায় সাঁতারুরা। দেশের বিভিন্ন জেলা থেকে দুজন নারীসহ ১৬ জন দক্ষ সাঁতারু প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা উপভোগ করে তিস্তার দুই পারের হাজার হাজার মানুষ।সাতদিনের সেরা