kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

নাতিকে বাঁচাতে গিয়ে দাদার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর    

৩০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরের কালীগঞ্জে বিলে মাছশিকার করার সময় দুর্ঘটনাবশত নাতি পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে ডুবে মারা গেছেন দাদা সুবল বেঞ্জামিন ক্রুশ (৭০)। গতকাল নাগরী ইউনিয়নের করান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সুবল বেঞ্জামিন নাতি প্রিপেল ক্রুশকে (১০) নিয়ে নৌকায় চড়ে গতকাল সকালে বাড়ির পাশের বিলে মাছ শিকারে যান। এক পর্যায়ে বিলের মধ্যে নৌকা কাত হয়ে প্রিপেল পানিতে পড়ে যায়। নৌকায় খানিকটা পানিও ওঠে। এ সময় নাতিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন সুবল। শেষ পর্যন্ত নাতিকে নৌকায় তুলতে পারলেও ক্লান্ত হয়ে পানিতে তলিয়ে মৃত্যু হয় তাঁর।সাতদিনের সেরা