ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

বদরগঞ্জে ফোনে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা

  • বানিয়াচং ও শার্শায় দুই শিশুকে নির্যাতন
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বদরগঞ্জে ফোনে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা

রংপুরের বদরগঞ্জের গোপীনাথপুর ইউনিয়নের বরকতপুর ডাঙ্গাপাড়া এলাকায় গত শনিবার গলায় রশি বাঁধা হাঁটুগেড়ে থাকা অবস্থায় এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছিল পুলিশ। তাঁকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে তিনজন। সালিস ডেকে ধর্ষণে অভিযুক্তদের নাম বলে দেওয়ার কথা বলায় তাঁকে হত্যা করা হয়। গত সোমবার রাতে গোপীনাথপুর থেকে গ্রেপ্তার তহিদার রহমান বদরগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গতকাল মঙ্গলবার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া হবিগঞ্জের বানিয়াচং ও যশোরের শার্শায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শনিবার সন্ধ্যায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন দুই অভিযুক্ত। সিরাজগঞ্জের শাহজাদপুরের চরকৈজুরি গ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি ১২ দিনেও গ্রেপ্তার না হওয়ায় হতাশ হয়ে পড়েছে ভুক্তভোগীর পরিবার। লালমনিরহাটের হাতীবান্ধায় ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি ও মীমাংসার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে।

বদরগঞ্জে গ্রেপ্তার (৩২) তহিদার রহমান বরকতপুর ডাঙ্গাপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। নিহতের বাড়িও একই এলাকায়। স্বজন ও পুলিশ জানায়, ওই নারীর সঙ্গে স্বামীর প্রায় দুই বছর আগে ছাড়াছাড়ি হয়। এরপর নানির বাড়ি এলাকার তহিদার রহমানের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে।

এ সম্পর্কের জেরে গত শনিবার রাতে তহিদার মোবাইল ফোনে কল করে তাঁকে (নারী) নানির বাড়ি থেকে বাইরে ডেকে নেন। সেখানে তাঁকে তহিদার ও তাঁর দুই বন্ধু ধর্ষণ করেন। এ ঘটনায় তিনি সালিস ডেকে অভিযুক্তদের নাম প্রকাশ করার কথা বললে তাঁকে হত্যার পরিকল্পনা করেন তাঁরা। পরে তাঁকে বাড়ির পাশে বাঁশঝাড়ে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর গলায় রশি বেঁধে একটি শজিনাগাছের ডালে তাঁকে ঝুলিয়ে দেওয়া হলে রশি ছিঁড়ে লাশ মাটিতে পড়ে যায়।

শার্শার বামুনিয়া সোনাতনকাটিতে সোমবার রাতে ষষ্ঠ শ্রেণির স্কুল শিক্ষার্থীকে (১৩) ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে তিন তরুণের বিরুদ্ধে রাতেই থানায় মামলা করা হয়েছে।

বানিয়াচং উপজেলার মথুরাপুর গ্রামে সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ওই দিন রাতে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ধর্ষণে অভিযুক্ত হাদিস মিয়া পলাতক।

শায়েস্তাগঞ্জের ঘটনায় সাবাজ মিয়া ও নাইম মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় ভুক্তভোগীর ‘প্রেমিককেও’ গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহজাদপুর উপজেলার চরকৈজুরি গ্রামের মানবমুক্তি এনজিওর মডেল তাঁত কারখানার টয়লেটে ১৬ জুলাই ঘটনাটি ঘটে। আসামির (১৭) বাড়ি একই গ্রামে।

হাতীবান্ধা উপজেলায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ১৮ জুলাই ধর্ষণের অভিযোগে আসামি নাজমুল হুদাকে (১৯) ১৯ জুলাই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় মীমাংসার জন্য চাপ ও বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ায় অভিযুক্তরা হলেন নাজমুলের চাচা কামরুজ্জামান ও তাঁর বন্ধু মেমোন। কামরুজ্জামান উপজেলার প্রান্নাথ পাটিকাপাড়ার ফয়জার মোক্তারের ছেলে।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন হবিগঞ্জ, রংপুর (আঞ্চলিক), শাহজাদপুর (সিরাজগঞ্জ), হাতীবান্ধা (লালমনিরহাট) ও বেনাপোল প্রতিনিধি]

মন্তব্য

সম্পর্কিত খবর

আবহাওয়া পূর্বাভাস

শেয়ার
আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৪.০হ্ন সে.। চট্টগ্রাম ৩৩.৫হ্ন সে.। রাজশাহী ৩৪.৬হ্ন সে.। রংপুর ৩৪.৪হ্ন সে.।

খুলনা ৩৩.০হ্ন সে.। বরিশাল ৩৪.৫হ্ন সে.। ময়মনসিংহ ৩৫.০হ্ন সে.। সিলেট ৩৪.২হ্ন সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৮.৮হ্ন সে.।

চট্টগ্রাম ২৬.৫হ্ন সে.। রাজশাহী ২৭.৪হ্ন সে.। রংপুর ২৮.০হ্ন সে.। খুলনা ২৮.৮হ্ন সে.।
বরিশাল ২৭.৭হ্ন সে.। ময়মনসিংহ ২৮.৮হ্ন সে.। সিলেট ২৫.২হ্ন সে.

রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের
কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

মন্তব্য

সতর্ক পাহারায় সেন সদস্যরা

শেয়ার
সতর্ক পাহারায় সেন সদস্যরা
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে সতর্ক পাহারায় সেন সদস্যরা। গতকাল তোলা। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে পাঁচজনের সাজা

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে পাঁচজনের সাজা

কাজীপুর উপজেলায় ১১ বছর আগে অপহরণের পর গৃহবধূকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবনসহ পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে  কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিতদের মধ্যে বগুড়ার শেরপুর উপজেলার নয়াপাড়া বাগানবাড়ি গ্রামের রোকনুজ্জামান রোকনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্য আরেকটি ধারায় তাঁকে আরো দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া অন্য চার আসামিকে দুই বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার ছনকা ইটালিপাড়ার ছকিমুদ্দিনের স্ত্রী মালেকা খাতুন ও তাঁর ছেলে মো. মাসুদ, ধোপা বটতলার মারুফ হোসেন এবং নুর মোহাম্মদ। নিহত গৃহবধূ রিনা ইসলাম কাজীপুর উপজেলার খাসখুকশিয়া গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।

মন্তব্য

বিএনপিকর্মী মামুন হত্যা মামলায় কাফি ও আরাফাত রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিএনপিকর্মী মামুন হত্যা মামলায় কাফি ও আরাফাত রিমান্ডে

বিএনপিকর্মী মামুন খন্দকারকে গুলি করে হত্যার মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি ও জেলার গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন দুজনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান তাঁদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বিবরণী থেকে জানা যায়, মামুন খন্দকার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত বছরের ৫ আগস্ট আশুলিয়া বাইপাইল এলাকায় জুলাই আন্দোলনে গিয়ে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ আগস্ট তিনি মারা যান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ