kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

নারায়ণগঞ্জে সেতু দিয়ে পারাপার বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০, ভৈরবে ২৫ কিমি যানজট, দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি   

১৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণঞ্জের লাঙ্গলবন্দ এলাকায় সংস্কারকাজের জন্য সেতু দিয়ে পারাপার বন্ধ থাকায় দ্বিতীয় দিনের মতো গতকাল বুধবার দিনভর কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে যানজট দেখা দেয়। জেলার আশুগঞ্জ থেকে কসবা পর্যন্ত সড়কের প্রায় ৬০ কিলোমিটার (কিমি) অংশ পার হতেই ৮ থেকে ১০ ঘণ্টা লেগেছে। একই কারণে কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে একাধিক ট্রাকচালক জানান, বিশ্বরোড পার হয়ে কুমিল্লার পথে ব্রাহ্মণবাড়িয়ার অংশেই সবচেয়ে ভয়াবহ যানজট দেখা দেয়। একটি স্থানেই তাঁদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। কখনো গাড়ি চলেছে অনেকটা থেমে থেমে। ঢাকার রয়েল গ্রুপের কর্মকর্তা পলাশ সাহা জানান, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে আসা তাঁদের একাধিক গাড়ি ব্রাহ্মণবাড়িয়া অংশে যানজটে আটক পড়ে। এ অংশ পার হতেই কয়েক ঘণ্টা লেগে যায়।    ভৈরবে পণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ায় চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাতায়াতকারীরা। ঢাকা থেকে ভৈরবে পৌঁছতে তিন ঘণ্টার জায়গায় ১০ থেকে ১২ ঘণ্টা লাগছিল বলে জানান চালকরা। থেমে থেমে গাড়ি চলছিল।সাতদিনের সেরা