রাজধানীর কেরানীগঞ্জ থেকে ‘বুস্টার গ্যাং’য়ের সাত সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার র্যাব-১০-এর একটি দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্যাংয়ের নেতা শাওন ওরফে বুস্টার শাওন (২৫), রবিন ওরফে পচা রবিন (২৬), শাওন ওরফে চিকু শাওন ওরফে হকি শাওন (২৩), তাজল (২৮), আলী আজগর (২৫), রিয়াজ (২৩) ও আনোয়ার (২৫)।
র্যাব জানায়, গতকাল দুপুরে অভিযান চালিয়ে বুস্টার গ্যাংয়ের সাতজনকে আটক করা হয়।