kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

নির্মাণাধীন ভবন ভেঙে পড়ল রাজশাহীতে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

২১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনির্মাণাধীন ভবন ভেঙে পড়ল রাজশাহীতে

রাজশাহী নগরীর কয়েরদাঁড়া এলাকায় গতকাল ভেঙে পড়ে নির্মাণাধীন চারতলা ভবন। ছবি : সালাহ উদ্দিন

রাজশাহী মহানগরীতে ভেঙে পড়েছে একটি নির্মাণাধীন চারতলা ভবন। গতকাল রবিবার নগরীর কয়েরদাঁড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভবনটিতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে চাপা পড়েছে কয়েকটি প্রাইভেট কার। জানা গেছে, ভবনের মালিক ছিলেন আক্তারুজ্জামান বাবলু নামের এক ব্যবসায়ী। প্রায় এক বছর আগে তিনি মারা গেছেন। এখন ভবনের মালিকানায় আছেন তাঁর ছোট ভাই নুরুজ্জামান পিটার। ভবন মালিকের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন জানান, ভবন নির্মাণে ভালো মানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। বাবলুর মৃত্যুর পর থেকে ভবনটিতে আর কাজ হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, ভবনটির নির্মাণকাজ চারতলা পর্যন্ত শেষ হয়েছিল। ওপরে আরেক তলার জন্য বিম ওঠানো হয়। অত্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ভবনটি ভেঙে পড়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছ থেকে ভবনটির নকশার অনুমোদন নেওয়া হয়েছিল কি না বা কোন ধরনের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছিল তা তদন্ত করে দেখা হবে।