kalerkantho

মঙ্গলবার । ১০ কার্তিক ১৪২৮। ২৬ অক্টোবর ২০২১। ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

শিক্ষার্থীদের বৃষ্টিতে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন এমপি

নিজস্ব প্রতিবেদক   

২০ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে কোমলমতি শিক্ষার্থীদের দাঁড় করিয়ে ফুলেল শুভেচ্ছা নিলেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ইসলাম। গতকাল দেবীদ্বারের নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের ভবনের সম্প্রসারিত অংশ এবং নবিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানের সময় তিনি শিক্ষার্থীদের কাছ থেকে এ সংবর্ধনা নেন। 

স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ পাটোয়ারী আগে থেকেই শিক্ষার্থীদের বাড়িতে নোটিশ পাঠান ভবন উদ্বোধনের সময় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিত থাকতে এমপি সাহেব নির্দেশনা দিয়েছেন। প্রধান শিক্ষকের এমন নির্দেশনার পর করোনার শঙ্কায় শিক্ষার্থীদের নিয়ে দুপুর ২টা থেকে স্কুলে এসে উপস্থিত হন শিক্ষার্থী ও কিছু অভিভাবক। ২টা থেকে বৃষ্টি শুরু হয়। এমন সময় ‘এমপি সাহেব’ আসছেন এ জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়াতে বলেন স্কুলের শিক্ষকরা। ফুল হাতে স্কুল ভবনের সামনে ও ভেতরে বৃষ্টিতে ভিজে ‘এমপিকে ফুলেল শুভেচ্ছা’ জানাতে দাঁড়িয়ে থাকে শিক্ষার্থীরা। পরে বিকেল ৪টার দিকে উপস্থিত হন স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কবির উদ্দিন ভুইয়া, থানার ওসি আরিফুর রহমান, উপজেলা  ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী ও বরকামনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে স্থানীয় এমপি রাজী ফখরুলের সঙ্গে একাধিকবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ পাটোয়ারী শিক্ষার্থীদের আনার কথা স্বীকার করে বলেন, এমপি সাহেব আসবেন এ জন্য শুধু নবম শ্রেণির ছাত্রীদের আনা হয়েছিল। তারা রাস্তায় দাঁড়িয়েছিল ঠিকই, তবে সে সময় বৃষ্টি হয়নি।সাতদিনের সেরা