kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

বয়স্ক নারী শিক্ষাকেন্দ্র

প্রিয় দেশ ডেস্ক   

২০ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবয়স্ক নারী শিক্ষাকেন্দ্র

ময়মনসিংহের গফরগাঁওয়ে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে বয়স্ক নারী শিক্ষাকেন্দ্র চালু হয়েছে। গতকাল পৌর শহরের শিলাসী মহিলা কলেজ এলাকায় কেন্দ্রটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম। উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শুভসংঘের প্রধান উপদেষ্টা কে এম এহসান, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনি প্রমুখ।

বোয়ালখালীতে বৃক্ষরোপণ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে শুভসংঘের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বিকেলে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে ফলদ গাছ লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের বন্ধুরা। ক্রমান্ব্বয়ে উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্কুল কলেজ ও সড়কের আশপাশে কয়েক শ গাছ লাগানো হবে।

দামুড়হুদায় মাস্ক বিতরণ : করোনা সচেতনতায় চুয়াডাঙ্গার দামুড়হুদায় শুভসংঘের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে ব্যবসায়ী, পথচারী, ভ্যানচালকসহ প্রায় ৪০০ মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ বিতরণে অংশ নেন। শুভসংঘের এই কাজের প্রশংসা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।সাতদিনের সেরা