অসুস্থ শাশুড়িকে দেখতে রাজধানী থেকে মোটরসাইকেলযোগে নাটোরে যাচ্ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের স্টাফ নার্স মো. জাহিদুল ইসলাম। পথে বাসচাপায় প্রাণ গেছে তাঁর। গতকাল বুধবার দুপুরে ঢাকার সাভারের নবীনগরে এই দুর্ঘটনা ঘটে।
মো. জাহিদুল ইসলাম (২৯) ঝালকাঠি সদর উপজেলার সিরজো গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।
তিনি চাকরির সুবাদে ঢাকার হাজারীবাগে স্ত্রী মনিরাকে নিয়ে থাকতেন। মনিরাও ঢামেক হাসপাতালের স্টাফ নার্স। দুজনই করোনাভাইরাসকালে ২০২০ সালে চাকরিতে যোগ দেন। তাঁদের আট মাসের একটি ছেলে রয়েছে। দুই ভাই এক বোনের মধ্যে জাহিদুল বড়।
জাহিদুলের ছোট ভাই মো. জিয়াফুল ইসলাম জীবন জানান, জাহিদুলের শ্বশুরবাড়ি নাটোর জেলায়। তিনি তাঁর অসুস্থ শাশুড়িকে দেখতে নাটোরের উদ্দেশে সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। পরে তাঁরা সংবাদ পান, তিনি নবীনগরে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
এরপর সেখান থেকে বিকেলে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। এখানে চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
সন্ধ্যায় ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, জাহিদুলের মরদেহ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। তাঁর সহকর্মীরা এসে শেষ দেখা দেখে যাচ্ছেন।
সাভার থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে এ ধরনের (দুর্ঘটনা) কোনো অভিযোগ আসেনি।
এলে আমরা তা খতিয়ে দেখব।’