kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

সড়কে প্রাণ গেল শিশুসহ চারজনের

কালের কণ্ঠ ডেস্ক   

১১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদেশের ঝিনাইদহ, পঞ্চগড় জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক শিশুসহ চারজন। আহত হয়েছে অন্তত দুজন। গতকাল বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ঝপঝপিয়া নামক স্থানে বাসচাপায় জাহাঙ্গীর হোসেন (৩০) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকালের এ ঘটনায় একজন আহত হয়েছেন। জাহাঙ্গীর সদর উপজেলার হলিধানী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আহত জামিরুল ইসলাম একই এলাকার বিনোদপুর গ্রামের বাসিন্দা।

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাসের ধাক্কায় মিতু আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে পঞ্চগড়-আটোয়ারী সড়কের জুগিকাটা গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মিতু উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা গুচ্ছগ্রাম আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা নুর জামালের মেয়ে।

এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে এক চালকসহ দুজন নিহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার বুড়াবুড়ি এলাকার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের ভেরসা সেতুতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপ চালক রুবেল হোসেন (২০) ও এর যাত্রী স্বপন (১৮)। এ সময় সুজন আলী (১৯) নামে পিকআপের আরেক যাত্রী গুরুতর আহত হন। রুবেল তেঁতুলিয়ার কালান্দিগছ বোয়ালিমারি এলাকার কালু মিয়ার ছেলে ও স্বপন বোদা উপজেলার ফুলতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।