kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

ইউএনও ওসিকে প্রত্যাহারের দাবি কাদের মির্জার

নোয়াখালী প্রতিনিধি   

৩১ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেইউএনও ওসিকে প্রত্যাহারের দাবি কাদের মির্জার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনও, এসি ল্যান্ড, এক এএসপি ও ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। দাবি আদায় না হলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্দোলনের হুমকিও দিয়েছেন তিনি। কাদের মির্জা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই। গতকাল তাঁর নেতৃত্বে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল হয়। এরপর বঙ্গবন্ধু চত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় ওবায়দুল কাদেরের উদ্দেশে কাদের মির্জা বলেন, ‘কোটি টাকা ঘুষ খেয়ে যারা একতরফা কাজ করছে, আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চান না।’ তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে এএসপি শামিম, ইউএনও জিয়াউল হক মীর, এসি ল্যান্ড সুপ্রভাত চাকমা ও ওসি মীর জাহেদুল হক রনিকে প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় পৌরসভা চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

কাদের মির্জা সম্প্রতি ওবায়দুল কাদেরের সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করেন। তিনি শান্ত থাকার অঙ্গীকার করে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু গত শনিবার রাতে তাঁর কর্মীদের ওপর হামলার পরের দিনই আবার আন্দোলনে নামলেন তিনি।সাতদিনের সেরা