kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

শ্রমিকদের বেতন বোনাস ১০ মের মধ্যে পরিশোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   

৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী ১০ মের (২৭ রমজান) মধ্যে  তৈরি  পোশাকসহ  দেশের সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে ত্রিপক্ষীয় কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন। তিনি বলেন, এপ্রিল ছাড়াও এর আগের কোনো মাসের বেতন বকেয়া থাকলে, তাও এই সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, যদি কোনো কারখানার শ্রমিকদের মার্চ মাসের মজুরি বকেয়া থাকে, সেগুলোও ঈদের আগে দিতে হবে। আর সুবিধামতো  অঞ্চলভিত্তিক শ্রমিকদের ছুটির ব্যবস্থা করতে হবে।

সভায় উপস্থিত কারখানা মালিকদের প্রতিনিধিরা এ সিদ্ধান্তে সম্মত হয়েছেন বলে সূত্র জানিয়েছে। সভায় উপস্থিত ছিলেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি এস এম মান্নান কচি।

তিনি কালের কণ্ঠকে বলেন, ‘শ্রম মন্ত্রণালয়ে সিদ্ধান্ত অনুসারে আগামী ১০  মের মধ্যে ঈদ বোনাস ও চলতি মাসের মজুরি পরিশোধের বিষয়ে আমরা একমত। করোনা মহামারির কারণে কারখানার মালিকরা সংকটে থাকলেও ঈদ বোনাস ও মজুরি পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে বিজিএমইএ  থেকে নিয়মিত তদারক করা হবে।’সাতদিনের সেরা