kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

ভর্তি পরীক্ষা পিছিয়ে ৩১ জুলাই শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভর্তি পরীক্ষা পিছিয়ে ৩১ জুলাই শুরু

মহামারি পরিস্থিতি বিবেচনা করে প্রায় দুই মাস পিছিয়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই থেকে শুরু হয়ে ১৪ আগস্ট পর্যন্ত চলবে।  গতকাল ভর্তি কমিটির এক জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা