ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

৫১ হাজার হেক্টরের ধান চিটা

  • ১১ জেলায় বোরো ক্ষেতে গরম বাতাস ও ব্লাস্টের থাবা
প্রিয় দেশ ডেস্ক
প্রিয় দেশ ডেস্ক
শেয়ার
৫১ হাজার হেক্টরের ধান চিটা
গরম বাতাসে ধান চিটা হয়ে গেছে। কিষান-কিষানি মিলে চিটা ধান তুলে ফেলছেন। ছবিটি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খয়রত গ্রামের। ছবি : কালের কণ্ঠ

চলতি বোরো মৌসুমে বৃষ্টিপাত একেবারে কম। সব সময় থেকেছে তীব্র রোদ। তাপমাত্রাও বেশি। এরই মধ্যে গত ৪ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর সঙ্গে গরম বাতাস বয়ে যায়।

কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টিও হয়। এতে অনেক এলাকার বোরো ধানের শীষ থেকে পানি বেরিয়ে শুকিয়ে নষ্ট হয়ে গেছে। আবার কোথাও দেখা দিয়েছে ব্লাস্ট রোগ। ১১ জেলায় প্রায় ৫১ হাজার ৩৫৬ হেক্টর জমির ধান নষ্ট হওয়ার সংবাদ পাওয়া গেছে।
কৃষি বিভাগের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে এক লাখ ৮৪ হাজার ৯৮৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সাত লাখ ৬৪ হাজার ৪৯৩ টন। এর মধ্যে গরম হাওয়ায় সাত হাজার ৪৪৪ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাইমিনুর রশিদ জানান, গরম হাওয়ার কারণে অনেক ছোট ছোট পরিবার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি বীমা চালু থাকলে ওই সব পরিবার কিছুটা হলেও উপকৃত হতো।

ময়মনসিংহ জেলা কৃষি বিভাগ জানায়, বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ ৬৩ হাজার ৭৮০ হেক্টর জমি। এর মধ্যে গরম আবহাওয়ার কারণে প্রায় সোয়া চার হাজার হেক্টর জমি আক্রান্ত হয়েছে। তবে পুরোপুরি আক্রান্ত হয়েছে দুই হাজার ৬৫৪ হেক্টর জমি। এই জেলায় সবচেয়ে বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিশালে।

কৃষি বিভাগের ময়মনসিংহের উপপরিচালক মো. মতিউজ্জামান বলেন, ‘গরম আবহাওয়ার কারণে এই ক্ষতি হয়েছে। ধানের বীজ বা অন্য কারণে নয়।’ অন্যদিকে গফরগাঁওয়ে ব্লাস্ট রোগে পাঁচ হেক্টর জমির কাঁচা-পাকা বোরো ধানের ক্ষতি হয়েছে। ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা নার্গিস আক্তার বলেন, ‘স্থানীয় উদ্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা তৈরি করে রাখা হচ্ছে।’

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল আলম জানান, এক লাখ ৬৬ হাজার ৯৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত লাখ ১১ হাজার ৫৮০ টন চাল। গরম বাতাসে ১৩ উপজেলায় ২৫ হাজার ৮৯৫ হেক্টর বোরো জমির ধান নষ্ট হয়ে গেছে। এর মধ্যে তিন হাজার ৪২৫ হেক্টর জমির ধান শতভাগ নষ্ট হয়ে গেছে। বাকিগুলোর ২৭.২ শতাংশ বিনষ্ট হয়েছে। তিনি বলেন, ‘এ ধরনের দুর্যোগ দেখে আমরাও অবাক হয়েছি। কারণ গরম বাতাসের ঝড় এই প্রথম দেখলাম।’

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৩৫ হাজার ৭৪৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে ৩৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, বিচ্ছিন্নভাবে কিছু জমিতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. অরবিন্দু কুমার রায় জানান, পাঁচ উপজেলায় ৪১ হাজার কৃষকের ১০ হাজার ৭৫ হেক্টর জমির ধান গরম বাতাসে আক্রান্ত হয়। এর বাজার মূল্য প্রায় ৯০ কোটি টাকা। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে ২২ হাজার ৬০০ দরিদ্র ও প্রান্তিক কৃষকের তালিকা প্রস্তুতির কাজ চলছে। তালিকা শেষ হলে সংশ্লিষ্ট বিভাগে আর্থিক প্রনোদণার জন্য পাঠানো হবে। সরকার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষকদের কাছে প্রণোদনার টাকা পাঠাবে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শেরপুর খামারবাড়ির উপপরিচালক ড. মোহিত কুমার দে জানান, কালবৈশাখীর সঙ্গে গরম বাতাসে প্রায় এক হাজার ৪২৫ হেক্টর জমির উঠতি বোরো ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ৩৫০ হেক্টর জমির আবাদ সম্পূর্ণ এবং এক হাজার ৭৫ হেক্টর জমির আবাদ আংশিকভাবে নষ্ট হয়েছে। এতে মোট প্রায় ৯ শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুনামগঞ্জ কৃষি বিভাগের মতে, গরম বাতাসে এক হাজার ৮০০ হেক্টর জমির ধান সম্পূর্ণ জ্বলে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফরিদুল হাসান বলেন, সম্প্রতি শিলাবৃষ্টিতে ধর্মপাশায় অন্তত এক হাজার ৬০০ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। অন্যান্য উপজেলায় অল্প ক্ষয়ক্ষতি হয়েছে।

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ছয় হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে গরম হাওয়ায় পাঁচ হেক্টর জমির হাইব্রিড জাতের বোরো ধান নষ্ট হয়েছে। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ এম মাসুম বিল্লাহ জানান, মূলত ৩৫ ডিগ্রির বেশি তাপামাত্রার বাতাসের কারণে এমন পরিস্থিতি। তবে জমিতে ৩ ইঞ্চি পরিমাণ পানি জমিয়ে রাখা ও পরিমাণ মতো পটাশ সার স্প্রে করলে উপকার পাবেন কৃষকরা। এতে করে যেসব জমির ধানে চিটা মনে করছেন কৃষকরা, সেই জমির ধান ৮০ শতাংশ পুনরুদ্ধার হবে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ১০ হাজার ১২০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১০০ হেক্টর জমির বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, চার হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ব্লাস্ট রোগ ও গরম বাতাসে প্রায় ছয় হেক্টর ধান শুকিয়ে চিটা হয়েছে।

মাদারীপুরের রাজৈর উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল মিরাজ জানান, গরমে পাঁচ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে।

রংপুরের পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুর রহমান বলেন, ‘এক হেক্টর ক্ষেতে ব্লাস্টের আক্রমণ নিরূপণ করেছি।’

মন্তব্য

সম্পর্কিত খবর

জবি শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা

অছাত্রদের রাজনীতি নিষিদ্ধসহ ৩ দফা দাবি

    শিক্ষার্থীদের আলটিমেটাম তদন্ত কমিটি থেকে জবিশিসের সভাপতি সাধারণ সম্পাদকের পদত্যাগ
জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
শেয়ার
অছাত্রদের রাজনীতি নিষিদ্ধসহ ৩ দফা দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। সমাবেশ শেষে ক্যাম্পাসে অছাত্রদের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তাঁরা।

গতকাল রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এরপর সংবাদ সম্মেলন করে দাবিগুলো জানান শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাঁধন আহমেদ মারুফ বলেন, বিভাগে ছাত্রদল কর্তৃক হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও কোনো বিবৃতি দেয়নি। শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনা ছাত্রলীগের আমলেও হয়নি। তাহলে ৫ আগস্টের পর তারা এই সাহস কোথায় পায়?

শিক্ষার্থীদের দাবি তুলে ধরে বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান হোসেন বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত বিভাগের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

তাঁদের তিন দাবি হলো১৩ জুলাই রবিবারের মধ্যেই তদন্তকাজ শেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে; যারা শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত তাদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে বিচারের আওতায় আনতে হবে; একই সঙ্গে সাবেক শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করতে হবে।

তদন্ত কমিটি থেকে পদত্যাগ : এদিকে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদদীন পদত্যাগ করেছেন।

শিক্ষক সমিতি ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিবৃতি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোনো শিক্ষকের গায়ে হাত তোলা হয়নি বলে দাবি করেছে জবি ছাত্রদল। শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্যসচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।

তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন : এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ওই কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। কমিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি দ্রুতই কার্যক্রম শেষ করে পদক্ষেপ নেবে।

এ ব্যাপারে এখন আর কিছু বলতে চাই না।

মন্তব্য

যশোরে দুই কোটি টাকার ১১ সোনার বারসহ তিনজনকে আটক

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি
শেয়ার
যশোরে দুই কোটি টাকার ১১ সোনার বারসহ তিনজনকে আটক

যশোরের বাঘারপাড়া উপজেলায় প্রায় দুই কোটি টাকা মূল্যের ১১টি সোনার বারসহ তিনজনকে আটক করা হয়েছে, যাঁদের পাচারকারী বলছে বিজিবি। গতকাল রবিবার ভোরে উপজেলার ধলগাঁ বাসস্ট্যান্ড থেকে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের জিলু মিয়ার ছেলে আতা এলাহি জীবন (৩৫), গাজীপুরের কাশিমপুর থানার পূর্ব বাগবাড়ি গ্রামের মোহাম্মদ আলী ছেলে আবুল কালাম আজাদ (৪৬) এবং বগুড়ার শেরপুর উপজেলার রানিহাট গ্রামের সুচিত্র লাল মণ্ডলের ছেলে রাম প্রসাদ মণ্ডল (২৮)। তাঁদের প্যান্টের পকেট ও মানিব্যাগ থেকে এক কেজি ৩১৫ গ্রাম ওজনের ১১টি সোনার বার পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯৩০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

ছাড়া তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করেছে বিজিবি। ঢাকার তাঁতীবাজারের চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন এই তিন ব্যক্তি। আটককৃতদের বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

২৯ বন্দিকে মুক্তি দিল কারা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
২৯ বন্দিকে মুক্তি দিল কারা কর্তৃপক্ষ

সাজা মওকুফ করে এক আদেশে ২৯ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। গতকাল রবিবার কারা অধিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে যাঁদের সাজা রেয়াতসহ ২০ বছর অতিক্রান্ত হয়েছে, তাঁদের মধ্যে আরো ২৯ জন বন্দিকে সরকারের কারা বিধি ৫৬৯ মোতাবেক ফৌজদারি কার্যবিধি ৪০১(১) এর প্রদত্ত ক্ষমতা বলে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন কারাগারে থাকা এ নিয়ে এ বছর মোট মুক্তির সংখ্যা দাঁড়াল ১০৭ জনে।

মন্তব্য
মাহফুজ আলম

বড় শয়তান এখনো কাঁধে শ্বাস ফেলছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বড় শয়তান এখনো কাঁধে শ্বাস ফেলছে
মাহফুজ আলম

বড় শয়তান এখনো কাঁধে শ্বাস ফেলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

মাহফুজ আলম তাঁর পোস্টে বলেন, এখনো ঐক্যই দরকার। হঠকারীদের স্পেস দিলে বরং দেশের ক্ষতি হবে।

বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় নিয়ে ঠেকানো যাবে না। তিনি আরো বলেন, বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে। তবে সবারই রেকনিং দরকার আছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ