kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

ফুডপান্ডার কর্মচারীকে মারধর, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   

১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফুডপান্ডার কর্মচারীকে মারধরের অভিযোগে শাহিদুর রহমান সুজন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সাভারের বনপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সাভার থানার পুলিশ। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা জানান, সম্প্রতি এক ব্যক্তি পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের অফিশিয়াল ফেসবুক পেজের ইনবক্সে মোবাইলে ধারণকৃত একটি ভিডিও পাঠান। ভিডিওতে দেখা যায়, সাভারের বনপুকুর এলাকায় এক ব্যক্তি ফুডপান্ডার এক ডেলিভারি ম্যানকে বেধড়ক মারধর করছেন। ভিডিওটি দেখার পর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং সাভার থানার ওসি এ এফ এম সায়েদকে নির্দেশনা দেয় এ বিষয়ে ত্বরিত ব্যবস্থা নিতে। সাভার থানার ওসি এ বিষয়ে প্রাথমিক তদন্তে জানতে পারেন, ফুডপান্ডার ওই কর্মচারী অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অর্ডারকৃত খাদ্য পৌঁছে দিতে গিয়েছিলেন। অভিযুক্ত শাহিদুর রহমান সুজন তাঁকে বাড়ির ওপরে রুমে গিয়ে প্যাকেটটি দিয়ে আসতে বলেন। কিন্তু ফুডপান্ডার কর্মচারী তাঁর সাইকেল চুরি যেতে পারে, এই ভয়ে অভিযুক্তকে বাড়ির নিচ থেকে অর্ডারকৃত খাবারের প্যাকেটটি সংগ্রহ করার অনুরোধ করেন। অভিযুক্ত ব্যক্তি রেগে গিয়ে নিচে নেমে তাঁকে বেধড়ক মারধর করতে থাকেন। ভিডিওতে ফুডপান্ডার কর্মচারীর গায়ে আরো একজনকে হাত তুলতে দেখা যায়।