kalerkantho

সোমবার । ১৬ ফাল্গুন ১৪২৭। ১ মার্চ ২০২১। ১৬ রজব ১৪৪২

অমর বাণী

১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকজন মায়ের হাত অন্য যে কারো হাতের চেয়ে বেশি আরামদায়ক।

প্রিন্সেস ডায়ানা

 

যদি বিবর্তনবাদ সত্যি হয়, তাহলে মায়েদের শুধু দুটি হাত থাকবে কেন?

মিল্টন বার্লে

 

সন্তানদের জন্য একজন বাবা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করতে পারেন তাদের মাকে ভালোবেসে।

থিওডোর হেসবার্গ

 

মায়ের ভালোবাসা মুক্তি দেয়।

মায়া অ্যাঞ্জেলো

মন্তব্যসাতদিনের সেরা