ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদক জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এই মামলাটি করেছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান। দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিদের মধ্যে অন্যতম হলেন ব্যাংকটির সাবেক পরিচালক জাবেদের ভাই আসিফুজ্জামান চৌধুরী, সাবেক পরিচালক বশির আহমেদ, আফরোজা জামান, রোকসানা জামান চৌধুরী, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলত, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, ইউনুছ আহমদ, সাবেক চেয়ারম্যান এম এ সবুর, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, জাবেদের আরামিট গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী ও কাজী মোহাম্মদ দিলদার আলম।
এজাহারে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিট লিমিটেডের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী সাজিয়ে ভিশন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক দেখিয়ে ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রাম বন্দর শাখায় একটি হিসাব খোলা হয়।