ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

পাইকারিতে কিছুটা কমল তেল ও চিনির দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পাইকারিতে কিছুটা কমল তেল ও চিনির দাম

পাইকারি বাজারে ভোজ্য তেল ও চিনির দাম কিছুটা কমেছে। তবে উল্টো চিত্র খুচরা বাজারে। সপ্তাহের ব্যবধানে তেলের কেজি তিন টাকা পর্যন্ত বেড়েছে। একই অবস্থা চিনিতে, কেজিতে এক-দুই টাকা বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, দু-এক দিন ধরে তেলের দাম কমছে। মিলগেটে না বাড়ালে স্বাভাবিকের দিকে যাবে বাজার। তবে চিনির সরবরাহ স্বাভাবিক আছে।

গত বৃহস্পতিবার রাজধানীর মৌলভীবাজারে পাইকারিতে খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে চার হাজার থেকে চার হাজার ২৫০ টাকা মণ (৩৭.৩২ কেজি)।

অর্থাৎ ১০৭ টাকা থেকে ১১৪ টাকা কেজি। এই দাম চলতি সপ্তাহের শুরুর তুলনায় মণপ্রতি ৫০ থেকে ৬০ টাকা কম।

রাজধানীর মালিবাগ, মুগদা, বসুন্ধরা গেট কাঁচাবাজারসহ খুচরা বাজারে সয়াবিন বিক্রি হয়েছে ১২৩ থেকে ১২৫ টাকা কেজি। সপ্তাহের শুরুতে ১২০ থেকে ১২২ টাকা কেজিতে পাওয়া যেত।

সয়াবিন তেলের বর্তমান দাম পাইকারি বাজারের তুলনায় ১১ থেকে ১৬ টাকা বেশি। বোতলজাত সয়াবিন তেল প্রতি দুই লিটার কেনা যাচ্ছে ২১৪ থেকে ২২০ টাকায়। পাঁচ লিটারের বোতল ৫৮০ থেকে ৬০০ টাকা, যা আগেও ছিল।

পাইকারি বাজারে পাম তেল (লুজ) বিক্রি হয়েছে তিন হাজার ৭০০ টাকা মণ বা ৯৯ টাকা ১৪ পয়সা কেজি। পাম সুপার বিক্রি হয়েছে তিন হাজার ৮০০ টাকা মণ বা ১০২ টাকা কেজি।

খুচরায় লুজ পাম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১২ টাকা কেজি ও সুপার বিক্রি হচ্ছে ১১২ থেকে ১১৫ টাকা কেজি। এ ক্ষেত্রেও পাইকারি ও খুচরায় পার্থক্য কেজিতে ১০ থেকে ১৩ টাকা। 

পাইকারি বাজারে চিনির দামও চলতি সপ্তাহে কিছুটা কমেছে। তবে খুচরা বাজারে বেড়েছে এক থেকে দুই টাকা। ব্যবসায়ীরা জানিয়েছেন, চিনির বর্তমান দাম গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এখনই বাজার নিয়ন্ত্রণের পদক্ষেপ না নিলে আগামী রমজানে চিনির বাজার নিয়ে দুর্ভোগ পোহাতে হবে ভোক্তাকে। তাই বাজার তদারকি বাড়ানো দরকার।

মৌলভীবাজারে পাইকারিতে সাদা খোলা চিনি বিক্রি হয়েছে ৬২ টাকা কেজি। গত সপ্তাহে যা ৬৩ টাকা ৫০ পয়সা পর্যন্ত বিক্রি হয়েছে। খুচরায় এই চিনি এখন ৬৫ থেকে ৬৬ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ৬৪ থেকে ৬৫ টাকা কেজি বিক্রি হয়েছিল। বাজারে খোলা লাল চিনি কিনতে হচ্ছে ৭০ টাকা কেজি, যা গত সপ্তাহে ৬৮ টাকায় কেনা গেছে। খুচরা বাজারে প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে গত সপ্তাহের তুলনায় দুই টাকা বেশি ৭০ টাকা কেজি।

জানতে চাইলে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজি আবুল হোসেন কালের কণ্ঠকে বলেন, মিলগেটে এখনো আসকিং প্রাইস (মিল নির্ধারিত মূল্য) বেশি। তার পরও পাইকারি বাজারে গত দুই দিন ধরে কমছে। তবে আবার কখন বেড়ে যায় বোঝা যাচ্ছে না। চিনির বাজারে সরবরাহ ঠিক আছে। তবে দাম একটু বেশি। এখন যে দাম রয়েছে তা ২০১৯ সালে কিছুদিন ছিল। তার আগে আবার ৬০ টাকার নিচে ছিল।

বাজারে গত সপ্তাহের মতো ৪০ টাকায় স্থির রয়েছে দেশি পেঁয়াজের দাম। আমদানি শুল্ক বৃদ্ধি ও দেশিতে নির্ভরশীলতা বাড়াতে ভারতীয় পেঁয়াজে ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় পেঁয়াজের সরবরাহ আগের মতোই রয়েছে। ফলে দাম কমেনি বলে জানালেন ব্যবসায়ীরা। কেজিপ্রতি ২৫ টাকায় নেমে স্থির হয়েছে আলুর দাম। এ ছাড়া টমেটো, ফুলকপি, বাঁধাকপিসহ বেশির ভাগ সবজির দাম ৩০ থেকে ৪০ টাকার মধ্যেই রয়েছে। চিচিংগা, বেগুনসহ কয়েকটি সবজির মৌসুম না হওয়ায় দাম ৫০ টাকার আশপাশে রয়েছে। সপ্তাহের ব্যবধানে ২০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম। এক কেজি ৭০ টাকায় আর ২০ টাকায় আড়াই শ গ্রাম মরিচ পাওয়া যাচ্ছে।

ডিমের দাম কমে ৮৫ থেকে ৯০ টাকা ডজনে নেমেছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে এখন ১২৫ থেকে ১৩৫ টাকা কেজি। বাজারে বেড়েছে ছোট মাছের সরবরাহ। তবে দাম কিছুটা বেশি।  মানিকনগর বাজারে বাছাই করা পুঁটি মাছের বিক্রি হয়েছে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি। টাকি মাছ ২৫০ থেকে ৩০০ টাকা কেজি, ইলিশ ৮০০ থেকে হাজার টাকা কেজি। অন্যান্য মাছের দাম আগের মতোই রয়েছে।

বাজারের মাছ বিক্রেতা আমিন কালের কণ্ঠকে বলেন, পানি কমাতে নদী ও বিলে ঘেরের মাছ তুলে ফেলছেন ব্যবসায়ীরা। তাই সরবরাহ বাড়ছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ইউনিসেফের শোক

শিশুদের গোপনীয়তা রক্ষা ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শিশুদের গোপনীয়তা রক্ষা ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের অনুরোধ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ও গণমাধ্যমকর্মীদের প্রতি বেঁচে যাওয়া শিশুদের পরিচয় ও গোপনীয়তা রক্ষা এবং দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।  গতকাল মঙ্গলবার শোক প্রকাশ করে ইউনিসেফ বাংলাদেশে তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি পোস্ট করে। বিবৃতিতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের পতাকা অর্ধনমিত রেখে জাতির সঙ্গে শোক দিবস পালন করছে ইউনিসেফ।

আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক প্রাণহানি হয়েছে, যার মধ্যে বেশির ভাগই শিশু। আহত হয়েছেন আরো অনেকে। আমরা আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি সেই সব পরিবারের সদস্যদের প্রতি, যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুদের সংখ্যা ক্রমেই বাড়ছে।

এরই পরিপ্রেক্ষিতে ইউনিসেফ সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং প্রশিক্ষিত সমাজকর্মীরা মাঠে কাজ করছেন, যেন ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের এই কঠিন সময়ে মানসিক সহায়তা দেওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, ইউনিসেফ এ ঘটনায় বেঁচে যাওয়া শিশুদের পরিচয়, গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করার অনুরোধ জানায়, যেন তাদের ওপর কোনো বাড়তি মানসিক চাপ না পড়ে এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সম্প্রদায়ের প্রতি আরো সহানুভূতিশীল আচরণ নিশ্চিত হয়।

মন্তব্য

‘বোনের কাছে আমার লাশটা পৌঁছে দিয়ো’

বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া
বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া
শেয়ার
‘বোনের কাছে আমার লাশটা পৌঁছে দিয়ো’

মা সমিরন বেগম মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। একমাত্র ভাই থাকেন প্রবাসে। বাবা অসুস্থ। একমাত্র বোনের বিয়ে হয়ে গেছে।

তবে নিজে বিয়ে করেননি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাসুকা বেগমের সংসার বলতে ছিল শিক্ষার্থীরাই।

শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছেন মাসুকা (৪০)। বিমান দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন।

গত সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। সোহাগপুরে মাসুকার বড় বোন পাপিয়ার স্বামীর বাড়ি। মৃত্যুর আগে মাসুকা জানিয়েছিলেন, লাশটা যেন তাঁর বোনের কাছে পৌঁছে দেওয়া হয়।
বোনের ইচ্ছা অনুযায়ী লাশ দাফনের কথাও তিনি বলে যান। মাসুকাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকূট গ্রামে। তবে বেড়ে উঠেছেন পৌর এলাকার মেড্ডায়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে ইংরেজিতে অনার্স করা মাসুকা চাকরির সুবাদে চলে যান ঢাকা। প্রথমে মিরপুরের একটি স্কুলে শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু করেন।
এরপর যোগ দেন মাইলস্টোন স্কুলে।

মন্তব্য

মাইলস্টোনে অনভিপ্রেত ঘটনা নিয়ে যা বলল আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মাইলস্টোনে অনভিপ্রেত ঘটনা নিয়ে যা বলল আইএসপিআর

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর উত্সুক জনতা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধারকাজে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। একদল উত্সুক জনতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ভুল-বোঝাবুঝি ও বাদানুবাদের সৃষ্টি হয় বলে জানিয়েছে আইএসপিআর। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, গত সোমবার দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

মর্মান্তিক এই দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন নিরীহ নাগরিক হতাহত হন। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর নিকটবর্তী ক্যাম্প থেকে সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে তৎপরতা চালানো হয়।

উদ্ধার কার্যক্রম চলাকালে দুর্ঘটনাস্থলে উত্সুক জনতার ব্যাপক ভিড় দেখা দেয়, যা ইভাকুয়েশন ও রেসকিউ কার্যক্রমকে বারবার ব্যাহত করে।

সেনাবাহিনীর সদস্য এবং মাইলস্টোন স্কুলের স্বেচ্ছাসেবকরা বারবার অনুরোধ করলেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঘটনাস্থল ত্যাগ না করায় সময়মতো আহতদের সরিয়ে নেওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। এতে প্রাণহানির ঝুঁকিও বৃদ্ধি পায়। সেনা সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারির সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এই উদ্ধার কার্যক্রমে নিয়োজিত ১৪ জন সেনা সদস্য শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

আইএসপিআর আরো জানায়, উদ্ধার কার্যক্রম চলাকালে বিকেলের দিকে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু উত্সুক জনতা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধারকাজে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

ফলে একদল উত্সুক জনতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ভুল-বোঝাবুঝি ও বাদানুবাদের সৃষ্টি হয়, যা এক পর্যায়ে একটি অনভিপ্রেত ঘটনার অবতারণা করে।

বাংলাদেশ সেনাবাহিনী ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তে দোষী প্রমাণিত সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থেকে পেশাদারি ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য

শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন, ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন, ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজধানীর শেওড়াপাড়ার একটি চারতলা আবাসিক ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে আধাঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে দক্ষিণ শেওড়াপাড়ার ৫৩২ নম্বর ভবনের আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

৭টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নেভানো হয়। মিরপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. আফজাল হোসেন কালের কণ্ঠকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চার হাজার ৫০০ বর্গফুটের ওই ফ্ল্যাটে আগুন লাগে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ