kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

ডা. শামারুখের মৃত্যু

পুনঃ তদন্ত ও ন্যায়বিচার দাবি বাবার

যশোর প্রতিনিধি   

১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডা. শামারুখ মাহজাবীনের মৃত্যুর পুনঃ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তাঁর বাবা প্রকৌশলী নুরুল ইসলাম। গতকাল শনিবার সকালে যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নুরুল ইসলাম বলেন, ২০১৪ সালে আমার একমাত্র মেয়ে ডা. শামারুখ মাহজাবীন রহস্যজনকভাবে শ্বশুরবাড়িতে মারা যায়। এই মৃত্যুর পর শ্বশুরালয়ের লোকজন এটিকে আত্মহত্যা হিসেবে প্রচারণা চালালেও এটি সুপরিকল্পিত হত্যা ছাড়া আর কিছুই নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজেক আহমেদ, আলী হোসেন মনি প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা