kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

রোহিঙ্গা জেনোসাইড

বাংলাদেশে আইসিসি বসার আবেদন খারিজ

কূটনৈতিক প্রতিবেদক   

২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনাভাইরাস (কভিড-১৯) সংক্রান্ত বিধি-নিষেধসহ নানা সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সংক্ষেপে আইসিসি) বিচার বসানোর আবেদন খারিজ করে দিয়েছেন আইসিসির প্রাক-বিচারিক আদালত-৩। গত মঙ্গলবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে আদালত ওই সিদ্ধান্ত জানান।

গত আগস্ট মাসে রোহিঙ্গাদের পক্ষে আইনজীবীদল নেদারল্যান্ডসের দ্য হেগের বাইরে কক্সবাজার বা বিচারপ্রার্থী রোহিঙ্গাদের কাছাকাছি কোনো স্থানে আইসিসির আদালত বসানোর আবেদন করেছিল। আইসিসির কৌঁসুলির দপ্তর ওই আবেদন খারিজ করার অনুরোধ জানিয়ে প্রাক-বিচারিক আদালত-৩-কে বলেছিল, তারা এখনো সম্ভাব্য অপরাধের অনুসন্ধান করছে। এখনই দ্য হেগের বাইরে আদালত বসানোর আবেদন অপরিপক্ব হবে।

এরপর আইসিসির নিবন্ধকের দপ্তর দ্য হেগের বাইরে আদালত বসানোর ভাবনা নাকচ না করলেও বেশ কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রয়োজনে সীমিত পরিসরে আদালত বসানোর ক্ষেত্রে কী কী প্রয়োজন হবে, তা প্রাক-বিচারিক আদালত-৩-কে জানিয়েছিল। সব পক্ষের আবেদন ও মতামত পর্যালোচনা করে প্রাক-বিচারিক আদালত-৩ দ্য হেগের বাইরে আদালত বসানোর আবেদন খারিজ করে দিয়েছেন। আইসিসির ইতিহাসে এখন পর্যন্ত দ্য হেগের বাইরে আদালত বসার নজির নেই।

আইসিসির প্রাক-বিচারিক আদালত-৩-এর গত মঙ্গলবারের আদেশে দ্য হেগের বাইরে আদালত কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সীমাবদ্ধতার বিষয়টি আমলে নেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা