নড়াইল সদরের বেনাহাটি গ্রামে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ কুমার রায়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত শুক্রবার রাতে নিজ বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে অরুণ কুমারকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসাটির তিন কেয়ারটেকারসহ চারজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন বিপুল বিশ্বাস, বিধান রায় ও অরবিন্দু দাস। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অরুণ কুমার ২০০৮ সালে খুলনার বটিয়াঘাটা সরকারি কলেজ থেকে অবসর নেন। এর পর থেকে বাসাটিতে একাই থাকতেন তিনি।
তাঁর স্ত্রী নিভা রানী পাঠক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) খুলনার উপপরিচালক।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে অরুণ কুমারের সঙ্গে কথা বলার পর থেকে তাঁর মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাচ্ছিলেন স্ত্রী নিভা রানী। এ অবস্থায় শুক্রবার রাতে অরুণ কুমারের ছেলে ইন্দ্রজিৎ রায় বেনাহাটির বাসায় এসে কলাপসিবল গেটের কলিংবেল চেপেও কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে তিনি বাসায় ঢুকে দোতলায় ঘরে বাবার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন।
এ সময় পুলিশকে খবর দেওয়া হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শত্রুতাবশত কেউ অরুণ কুমারকে হত্যা করতে পারে।