ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

প্রত্যাহারের আগেই ছুটি নিলেন ওসি প্রদীপ!

এস এম আজাদ
এস এম আজাদ
শেয়ার
প্রত্যাহারের আগেই ছুটি নিলেন ওসি প্রদীপ!

কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর (অব.) সিনহা মো. রাশেদ পুলিশের গুলিতে নিহতের ঘটনায় গতকাল বুধবার ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, ওসিকে প্রত্যাহার করা হবে। কোনো অভিযোগে মামলা হলে বা তদন্ত শুরু হলে নিয়মানুযায়ী পুলিশ সদস্যদের প্রত্যাহার ও সাময়িক বরখাস্ত করা হয়। ওসি প্রদীপ এ পরিস্থিতি টের পেয়ে এর আগেই মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন।

গতকাল টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম এস দোহাকে ওসির দায়িত্ব দেওয়া হয়। দিনভর ওসিকে প্রত্যাহারের গুঞ্জন শোনা গেলেও কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন ছুটির বিষয়টি নিশ্চিত করেন।

দিনভর বিষয়টি নিয়ে ধোঁয়াশার পর গত রাতে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেন যে ছুটিতে থাকা ওসি প্রদীপকে প্রত্যাহার করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এআইজি পদমর্যাদার ওই কর্মকর্তা বলেন, গতকালই প্রদীপকে প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, ওসি প্রদীপ কুমার দাশ চট্টগ্রাম মহানগর ও কক্সবাজারে কর্মরত অবস্থায়ও কয়েকবার বরখাস্ত, প্রত্যাহার এবং তাত্ক্ষণিক বদলি হয়েছেন। তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ প্রমাণিত হয়ে শাস্তির মুখে পড়লেও ফের তিনি পেয়েছেন গুরুত্বপূর্ণ থানায় ওসির দায়িত্ব।

গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ‘ওসি প্রদীপের বিরুদ্ধে যে অভিযোগ, তা তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তাঁকে প্রত্যাহারও করা হবে।’ কিন্তু গতকাল বিকেলে কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেন বলেন, ‘প্রত্যাহারের বিষয়ে তাঁর জানা নেই। মঙ্গলবার অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছেন ওসি প্রদীপ।’ 

স্থানীয় একাধিক সূত্র জানায়, গতকাল ওসি প্রদীপকে টেকনাফ থানায় দেখা যায়নি। তিনি কক্সবাজারে অবস্থান করছেন।

মেজর (অব.) রাশেদ সিনহার মৃত্যুর ঘটনায় প্রধান আসামি বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ সব কর্মস্থলেই ছিলেন প্রতাপশালী। ১৯৯৬ সালে পুলিশে যোগ দেওয়ার পর প্রদীপ কুমার দাশ কর্মজীবনের বেশির ভাগ সময় পার করেছেন চট্টগ্রাম মহানগর ও কক্সবাজার জেলায়। ২০১৫ সালে সুগন্ধা, মুরাদপুর ও পাথরঘাটায় হিন্দু বিধবা মহিলার জমি দখল, তেলবাহী লরি আটকে ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায় এবং পাঁচলাইশ থানা এলাকায় নিজের বোনের জমি দখলের অভিযোগে বরখাস্ত হন প্রদীপ। এরপর উখিয়া, মহেশখালী থানার ওসি হয়ে পরে যোগ দেন টেকনাফ থানায়। এ সময় এক লবণ ব্যবসায়ীর মাল লুটের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওই অভিযোগ তদন্ত করে পুলিশ সদর দপ্তরের গোপনীয় শাখা। কিন্তু তাঁর কিছুই হয়নি।

স্থানীয়রা বলছে, ওসি প্রদীপ টেকনাফে বেশির ভাগ বন্দুকযুদ্ধের ঘটনায় আসামি করেছেন মৃত ব্যক্তির স্বজনদের। তাঁর বিরুদ্ধে পত্রিকায় রিপোর্ট করায় দৈনিক কক্সবাজার বাণীর সম্পাদক ফরিদুল মোস্তাফাকে মাদক দিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়।

 

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে কিছুদিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে কিছুদিন

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি কমেছে অনেকটাই। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কিছুদিনও দেশে বৃষ্টি কম থাকতে পারে। তবে বর্ষাকাল হওয়ায় বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি হবে প্রতিদিনই।

এ সময় দেশের উত্তরে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে। আগামী ২৪ জুলাই থেকে আবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি কিছুদিন কম থাকবে। তবে দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে।

২০ বা ২১ জুলাই দেশের এই তিন বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি অপেক্ষাকৃত কম থাকতে পারে এ সময়।’

নাজমুল হক জানান, বৃষ্টি কম থাকার সম্ভাবনা থাকায় আগামী কিছুদিন সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে তা খুব বেশি বাড়বে না।

বিক্ষিপ্তভাবে কোনো কোনো অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রিও উঠতে পারে। ২৪ জুলাই থেকে আবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। তখন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে। ঢাকায় কিছুদিন রোদ-বৃষ্টির খেলা থাকবে বলে জানান এই আবহাওয়াবিদ।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মন্তব্য

মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের ২১ তলায় আগুনের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির অনেক মালপত্র পুড়ে ছাই হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে এ তথ্য দেন ফায়ার সার্ভিস সদর দপ্তর ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

তিনি বলেন, রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ১০টা ৫১ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর ১১ মিনিটের পর অর্থাৎ ১০টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট।

 

মন্তব্য

দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ অভিযোগ গঠন করেন। তবে জামিনে থাকা আসামি সম্রাট আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

এদিন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে তাঁর আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। সেখানে উল্লেখ করা হয়, আসামি সম্রাট অসুস্থ।

এ জন্য তিনি আদালতে হাজির হতে পারেননি। তবে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন। আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করা হয়।

সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তাঁর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

 

মন্তব্য

শিক্ষাঙ্গন

শেয়ার
শিক্ষাঙ্গন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘সপ্তম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ২০২৫ সালে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নিয়াজ জামান। আরো বক্তব্য দেন ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের  অধ্যাপক ড. ফকরুল আলম (অব.) প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ