kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

বিস্ফোরণে কাঁপল বৈরুত আহত কয়েক শ মানুষ

কালের কণ্ঠ ডেস্ক   

৫ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার শহরের বন্দর এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রেডক্রস জানায়, এ ঘটনায় আহত কয়েক শ মানুষকে তারা হাসপাতালে ভর্তি করেছে।

বিবিসি জানিয়েছে, দ্বিতীয় আরেকটি বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে। তবে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

কী কারণে এত বড় বিস্ফোরণ ঘটল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের আগে বন্দরের কাছে আতশবাজির একটি গুদামে আগুন লেগেছিল।

এক ভিডিওতে বড় ধোঁয়ার কুণ্ডলী এবং ধসে পড়া বাড়িঘরসহ গাড়ি দেখা গছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা