kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

সোনারগাঁ শুভসংঘের বৃক্ষরোপণ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শুভসংঘের বন্ধুরা বৃক্ষ রোপণ করেছেন। গতকাল সোমবার সকালে তাঁরা ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপণ করেন। এর আগে গত শনিবার সকালে মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা শুভসংঘের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন ইউএনও সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা শুভসংঘের সাবেক উপদেষ্টা আবু নাঈম ইকবাল ও শিক্ষানুরাগী মনিরুজ্জামান। বৃক্ষরোপণ শেষে প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সাইদুল ইসলাম বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় শুভসংঘ সংগঠনটি শুভ কাজের সঙ্গে জড়িত। প্রতিদিন তাদের শুভ কাজের খবর পাই। তাদের এ বৃক্ষরোপণ দেশ, জাতির জন্য সুবাতাস বয়ে আনবে।’

মন্তব্যসাতদিনের সেরা