করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যেসব ব্যক্তি মারা যাচ্ছেন, ইসলামী শরিয়া অনুযায়ী তাঁদের জানাজা ও দাফনে এগিয়ে এসেছেন ৪০ জন বিশিষ্ট নাগরিক। তাঁদের মধ্যে রয়েছেন বিচারক, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক, মুফতি, মাওলানা, হাফেজ, আইনজীবী, ব্যবসায়ী, ব্যাংকার, শিল্পী ও খেলোয়াড়। ‘রহমতে আলম সমাজ সেবা সংস্থা’ নামের সংগঠনের ব্যানারে প্রয়োজনীয় সরঞ্জামাদির মাধ্যমে নিজেদের সুরক্ষিত রেখে এ কার্যক্রম হাতে নিয়েছেন তাঁরা।
গতকাল বুধবার সংগঠনের চেয়ারম্যান সাবেক জেলা জজ এবং নিম্ন আদালতের বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব মো. আতাউর রহমান এবং যুগ্ম সম্পাদক আইনজীবী জারিফ কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।