kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

লঞ্চচালকদের জীবাণুনাশক দিল নৌ পুলিশ

নিজস্ব প্রতিবেদক   

৩১ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



করোনাভাইরাসের প্রতিরোধে সদরঘাটে লঞ্চচালক ও কর্মচারীদের মধ্যে জীবাণুনাশক দ্রব্য বিতরণ করেছে নৌ পুলিশ। গতকাল সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এসব সামগ্রী বিতরণ করেন নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম। নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন জানান, সদরঘাটে লঞ্চ টার্মিনালে লঞ্চের স্টাফদের মধ্যে সাবান, ডেটল, লাইজল, লিকুইড সোপ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ব্লিচিং পাউডার ও মাস্ক বিতরণ করা হয়েছে। লঞ্চ টার্মিনালের আশপাশের এলাকা ও বাবুবাজার ব্রিজ হতে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত রাস্তায় ১০ হাজার লিটার জীবাণু ধ্বংসকারী ওষুধ স্প্রে ও রাস্তার পাশে সবাইকে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

মন্তব্য



সাতদিনের সেরা