kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

করোনায় মৃতের দাফন ও সৎকারের দায়িত্ব নিতে চান কাউন্সিলর

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৩১ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জে করোনা আক্রান্ত কারো মৃত্যু হলে প্রশাসনের অনুমতি ও উপকরণ সহযোগিতা পাওয়া সাপেক্ষে দাফন ও সৎকারের দায়িত্ব গ্রহণের আশা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা চাই না কারোনায় কারো মৃত্যু হোক। তার পরও যদি মুসলিম, হিন্দু বা অন্য কোনো ধর্মের কারো মৃত্যু হয় তবে মৃতদেহ সমাহিত করার জন্য আমরা কয়েকজন স্বেচ্ছাসেবী প্রস্তুত আছি।’ বিবৃতিতে বলা হয়, প্রশাসনের অনুমতি ও সহযোগিতা পেলে তাঁরা কবর খনন, গোসল, জানাজা ও হিন্দুদের দাহ করার সব ব্যবস্থা তাঁদের নিজ খরচ ও দায়িত্বে করতে চান। তিনি এ ব্যাপারে দলমত-নির্বিশেষে সবার সহযোহিতা চেয়েছেন। প্রসঙ্গত, খোরশেদ নাসিকের যে ওয়ার্ডের কাউন্সিলর সেই ওয়ার্ডের মাসদাইর এলাকায় পাশাপাশি রয়েছে গোরস্তান, শ্মশান, খ্রিস্টান-বৌদ্ধদেরও শেষকৃত্যের স্থান।

মন্তব্য