শরীয়তপুরের নড়িয়ায় ধর্ষণের অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী। গত রবিবার দুপুরে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। এ ঘটনায় গতকাল সোমবার নিহতের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে নড়িয়া থানা পুলিশ।
অপবাদ সইতে না পেরে শরীয়তপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা গ্রেপ্তার ২
- পাবনায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
শরীয়তপুর, পাবনা প্রতিনিধি ও মান্দা (নওগাঁ) প্রতিনিধি

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর নড়িয়া উপজেলায় নিলগুণ গ্রামে ওই ছাত্রীর বড় বোন অসুস্থ হন। তখন প্রতিবেশীর কাছে রেখে ওই ছাত্রীর মা বড় মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে যান। রাতে প্রতিবেশী ভানু বাছারের ঘরে ঘুমাতে যায় ওই ছাত্রী। এ সময় ভানু বাছারের ছেলে সুজিত (৩০) ঘুমন্ত অবস্থায় ছাত্রীকে ধর্ষণ করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে নড়িয়া থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে সুজিত বাছার (৩০), অজিত বাছার (৩৮), রিনা রানি মণ্ডল (২৫) ও পারুল বাছারের বিরুদ্ধে মামলা করেন।
নড়িয়া থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অজিত বাছার ও তাঁর মা পারুল বাছারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অন্যদিকে পাবনার সুজানগর উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে গত রবিবার রাতে পাঁচজনের নামে মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গতকাল সোমবার সরদার সুমন হোসেন পটল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করে। সুমন চর সুজানগর এলাকার মান্নান সরদারের ছেলে।
সুজানগর থানার তদন্তকারী কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, ওই গৃহবধূ রবিবার সন্ধ্যায় সুজানগর হয়ে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে যাচ্ছিলেন। সুজানগর বাজার থেকে তাঁর দুলাভাই তাঁকে নিতে আসেন। সন্ধ্যা ৭টার দিকে তাঁরা উপজেলার ভবানীপুর এলাকায় পৌঁছলে পাঁচজন যুবক তাঁদের অপহরণ করে এবং একটি গমক্ষেতে নিয়ে যায়। এ সময় ওই যুবকরা ওই নারীর দুলাভাইকে মারধর করে এবং তাঁকে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ধর্ষিতা নারী নিজে বাদী হয়ে রবিবার রাতেই সুজানগর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে পুলিশ গতকাল সুমন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। সুমন এ মামলায় এজাহারভুক্ত আসামি। এ ছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চালাচ্ছে। তিনি আরো জানান, সুমন পাবনার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
নওগাঁর মান্দা উপজেলায় প্রতিবেশীদের অপবাদ সইতে না পেরে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
ভুক্তভোগীর দাদা বলেন, ‘গত ৯ মার্চ আমার নাতনি প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। বিকেল পর্যন্ত সে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আমরা তার কোনো সন্ধান পাইনি। এ ঘটনায় ১০ মার্চ মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করি।’
স্থানীয় বাসিন্দারা জানায়, ইমরানের পরিবারকে চাপের মুখে রেখে গত শুক্রবার ঢাকা থেকে মেয়েটিকে উদ্ধার করেন স্থানীয় চেয়ারম্যান ও অন্যরা। পরে মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। গত শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে লোকজন এ নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করে। পরে অপবাদ সইতে না পেরে ওই দিন বিকেলে সে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সম্পর্কিত খবর

উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে কিছুদিন
নিজস্ব প্রতিবেদক

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি কমেছে অনেকটাই। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কিছুদিনও দেশে বৃষ্টি কম থাকতে পারে। তবে বর্ষাকাল হওয়ায় বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি হবে প্রতিদিনই।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি কিছুদিন কম থাকবে। তবে দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে।
নাজমুল হক জানান, বৃষ্টি কম থাকার সম্ভাবনা থাকায় আগামী কিছুদিন সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে তা খুব বেশি বাড়বে না।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের ২১ তলায় আগুনের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির অনেক মালপত্র পুড়ে ছাই হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে এ তথ্য দেন ফায়ার সার্ভিস সদর দপ্তর ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ অভিযোগ গঠন করেন। তবে জামিনে থাকা আসামি সম্রাট আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এদিন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে তাঁর আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। সেখানে উল্লেখ করা হয়, আসামি সম্রাট অসুস্থ।
সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তাঁর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

শিক্ষাঙ্গন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘সপ্তম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ২০২৫ সালে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নিয়াজ জামান। আরো বক্তব্য দেন ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম (অব.) প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
।