kalerkantho

সোমবার । ২৩ চৈত্র ১৪২৬। ৬ এপ্রিল ২০২০। ১১ শাবান ১৪৪১

রহমত আলীর জন্য মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   

৩ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরহমত আলীর জন্য মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট রহমত আলীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আসর রাজধানীর সোবহানবাগস্থ ভিক্টোরিয়া কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এলিফ্যান্ট রোডের বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা হাসান মুহম্মদ জামিল দোয়া পরিচালনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, শিক্ষামন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহসহ বেশ কয়েকজন সংসদ সদস্য, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক।

মন্তব্যসাতদিনের সেরা