এক তরুণীকে নিয়ে বিরোধের জের ধরে রাজধানীর হাতিরঝিলের বেগুনবাড়ী ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয় কিশোর শিপন হাসানকে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত শিপনের পূর্বপরিচিত মোহাম্মদ সুজন, আফিফ ও আজাদ নামের তিনজনকে খুঁজছে পুলিশ। তারা সবাই মগবাজার এলাকার বিভিন্ন মোটর গ্যারেজের শ্রমিক বলে খোঁজ নিয়ে জানা গেছে।
জানতে চাইলে প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ গতকাল সোমবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, স্থানীয় একটি বস্তির বাসিন্দা এক তরুণীকে কেন্দ্র করে শিপন হাসানের সঙ্গে স্থানীয় আরো তিন গ্যারেজ শ্রমিকের বিরোধ চলছিল।