kalerkantho

মঙ্গলবার । ২৪ চৈত্র ১৪২৬। ৭ এপ্রিল ২০২০। ১২ শাবান ১৪৪১

সাপাহারে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি   

২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনওগাঁর সাপাহারে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল ওয়াহেদ (৫৭) নামের এক ব্যক্তিকে গত মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়াহেদ উপজেলার দীঘির হাট মিরাপাড়ার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির শিশুটির পরিবারের সঙ্গে ওয়াহেদের ভালো সম্পর্ক। এ সুবাদে গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি শিশুটিকে পাশের একটি মাদরাসায় জলসা (ধর্মীয় সভা) শুনতে নিয়ে যাবেন বলে শিশুটির মাকে বলেন। শিশুটিও জলসায় যাওয়ার বায়না ধরলে মা তাকে ওয়াহেদের সঙ্গে পাঠান। সেখানে গিয়ে ওয়াহেদ শিশুটিকে নানা ধরনের খেলনা কিনে দেন। পরে বাড়ি ফেরার পথে মাঠে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান।

মন্তব্যসাতদিনের সেরা