ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক ওরফে রকেট মেম্বারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের প্রাত বাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে খুন হন তিনি। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন রকেট।
এ সময় ১৫-২০ জন ব্যক্তি কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। রকেটকে সামনে পাওয়া মাত্রই এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। পরে রকেটকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
সরাইল থানার ওসি মো. শাহাদাৎ হোসেন টিটো জানান, পূর্ব বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।
লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে।
২০০৩ সালে রকেটের ছেলে রক্সিকে (১২) হত্যা করে লাশ বস্তায় ফেলে রাখে দুর্বৃত্তরা। এ মামলায় একজনের ফাঁসির আদেশ ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হলেও উচ্চ আদালতে আপিল করে বেঁচে যায় দণ্ডিতরা।