করোনাভাইরাস নিয়ে উদ্বেগ-আতঙ্কের আড়ালে ডেঙ্গুর ইস্যুটি অনেকটাই চাপা পড়ে গিয়েছিল কিছুদিন ধরে। আবার ডেঙ্গুর প্রকোপও নেমে এসেছিল একেবারেই নিচের দিকে। তবে সব মহল থেকে সামনে ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমের ওপর নজর ছিল অনেক বেশি। হঠাৎ করেই করোনাভাইরাসের দিকে সবার নজর চলে যাওয়ার সুযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বহু বিতর্কিত এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে কালো তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ইতিমধ্যেই ৬০ হাজার লিটার ওষুধ নিয়েছে।
উত্তর সিটির কালো তালিকার কম্পানি দক্ষিণে সাদা!
- দরপত্রে তিতুমীর কলেজের শিক্ষকের নাম ব্যবহার, কিন্তু ওই নামে সংশ্লিষ্ট বিভাগে কোনো শিক্ষক নেই
নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ সিটি করপোরেশনেরই একাধিক সূত্র নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে কালের কণ্ঠকে বলে, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশনের ভূমিকা নিয়ে বারবারই নানা ধরনের প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। উচ্চ আদালত থেকে এ বিষয়ে দেওয়া হয়েছে নানা ধরনের নির্দেশনা। বেশির ভাগ ক্ষেত্রেই মশার ওষুধের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে ওষুধ ক্রয় প্রক্রিয়া নিয়েও প্রশ্নের কমতি নেই।
একই সিটি করপোরেশনের আরেক সূত্র জানায়, লিমিট নামের কম্পানিটি এবার কাজ পাওয়ার জন্য ভারতের দেবীদয়াল নামের একটি কম্পানির কাছ থেকে ওষুধ আনার প্রত্যয়ণপত্র জমা দিয়েছে। কিন্তু ওই কম্পানি কয়েক বছর আগেই দেবীদয়াল নাম পাল্টে নতুন নাম ধারণ করেছে। ফলে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কারো কারো সন্দেহ, লিমিট এবারও কারসাজি করে দেবীদয়ালের পুরনো কোনো প্যাড ব্যবহার করেছে এই দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে। সেই সঙ্গে ওই ভারতীয় কম্পানির নাম ব্যবহার করা অথোরাইজেশন লেটারে সরকারি তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন নামে একজনের স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে, ওই নাম ও স্বাক্ষর সবই ভুয়া।
এই তথ্যের ভিত্তিতে কালের কণ্ঠ থেকে খোঁজ নিতে গেলে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন কালের কণ্ঠকে নিশ্চিত করেন যে মো. মোশারফ হোসেন নামে অর্থনীতি বিভাগে তাঁদের কোনো শিক্ষক নেই।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন কালের কণ্ঠকে বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার আগে গত বছরের ৭ জানুয়ারি লিমিটকে আমাদের এখানে কালো তালিকাভুক্ত করা হয়েছে।’
লিমিটের কাছ থেকে ওষুধ নেওয়ার বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহম্মেদ কালের কণ্ঠকে বলেন, ‘ওই কম্পানি এর আগে কখনো দক্ষিণ সিটি করপোরেশনে কালো তালিকাভুক্ত হয়েছিল বলে আমার জানা নেই। এ ছাড়া উত্তর সিটি করপোরেশনে যদি কোনো কম্পানি কালো তালিকাভুক্ত হয়েও থাকে, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা আলাদা প্রতিষ্ঠান। আমাদের এখানে টেন্ডারে অংশ নেওয়ার জন্য যেসব কম্পানির প্রয়োজনীয় যোগ্যতা আছে, তারাই এখানে কাজের সুযোগ পাবে।’
সম্পর্কিত খবর

মানববন্ধন ও বিক্ষোভ


যাত্রাবাড়ী ও রমনায় দুই শিশুর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অজ্ঞাতপরিচয় ১২ বছরের শিশু এবং রমনায় একটি বাসা থেকে সুফিয়া আক্তার (১০) নামে অপর এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টা ও ভোর সাড়ে ৪টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেশিশুটিকে হত্যা করা হয়েছে।

চাঁদা না পেয়ে হামলা আরো ৫ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী থানা এলাকায় পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে এ কে বিল্ডার্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মারধর ও গুলির ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. আব্বাস, মো. ইয়ামিন, মো. সোহেল, মো. মাজহারুল ও মো. চাঁদ মিয়া।
গতকাল সোমবার দুপুরে র্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এ তথ্য দেন। তিনি বলেন, এর আগে গত রবিবার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মামলার এজাহার ও ভুক্তভোগীর বিবরণে বলা হয়, গত ১১ জুলাই পল্লবীর আলব্দির টেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চারটি গুলি করে।

সংক্ষিপ্ত
ওয়ারীতে হামলার শিকার শিক্ষার্থী, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ওয়ারী থানায় হামলার শিকার হয়েছে সৈয়দ রেদোয়ান মাওলা (১৭) নামের এক শিক্ষার্থী। পরে এলাকাবাসী হামলাকারীদের মধ্যে আব্দুর রহিম মাহি (১৯) ও সাব্বির হোসেন রাতুল (১৯) নামের দুই কিশোরকে আটক করে পুলিশে দেয়।
রবিবার রাত ৯টার দিকে হাটখোলা রোডে ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, হামলাকারী ও ভুক্তভোগী সবাই শিক্ষার্থী।