kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

শার্শায় গৃহবধূ ধর্ষণে এসআই জড়িত নয় : পিবিআই

যশোর অফিস   

২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের শার্শার লক্ষ্মণপুর গ্রামে গৃহবধূকে (৩০) ধর্ষণের ঘটনায় এসআই খায়রুল আলম জড়িত নয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে মামলার আরেক আসামি আব্দুল লতিফের (৫০) সম্পৃক্ততা পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বাদী তাঁর মামলার এজাহারে এসআই খায়রুল আলম নামের যাঁকে সন্দেহ করেছেন, তিনি অন্য একজন ছিলেন। এসআই খায়রুল আলমের অবস্থান ঘটনার দিন বাদীর উল্লেখ করা ঘটনাস্থলে ছিল না। তাঁর মোবাইল ‘কললিস্ট’, সন্দেহভাজন অন্য ব্যক্তিদের সঙ্গে ফোনের যোগাযোগ এবং দাপ্তরিক কাগজপত্র পর্যালোচনা করে বিষয়টি জানা গেছে। এ ছাড়া ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মন্তব্য