kalerkantho

জার্মান বিশ্ববিদ্যালয়ে আবারও চালু হচ্ছে ‘বঙ্গবন্ধু চেয়ার’

কালের কণ্ঠ ডেস্ক   

২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেড় যুগের বেশি সময় বন্ধ থাকার পর জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে আবারও চালু হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু চেয়ার’। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে সে দেশের সরকার।

অন্যদিকে আমাদের স্ক্যান্ডিনেভিয়া প্রতিনিধি জানিয়েছেন, জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাস প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কর্নারটি উদ্বোধন করেন।

মন্তব্যসাতদিনের সেরা