kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

সেমিনারে মওদুদ

আওয়ামী লীগ একদলীয় শাসনের রোল মডেল

নিজস্ব প্রতিবেদক   

২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘এই সরকার বলে তারা উন্নয়নে রোল মডেল। আমরা বলতে চাই, গণতন্ত্রহীনতার রোল মডেল বাংলাদেশ; বিচারহীনতার, একদলীয় শাসনের, ভোটের অধিকার হরণের, ভোট চুরির রোল মডেল হলো এখন বাংলাদেশ। পৃথিবীর কোথাও এগুলো পাবেন না যে এ রকম একটা রোল মডেল বাংলাদেশ সৃষ্টি করেছে।’

গতকাল শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে ‘আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর শহীদ আবরার ফাহাদ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মওদুদ আরো বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) মুক্তির একটাই পথ, রাজপথ। যদি আমরা পারি তাহলে আমরা সফল হব। আমি স্পষ্ট করে বলতে চাই, খালেদা জিয়া কখনো প্যারোলে মুক্তি লাভ করবেন না, মুক্তি চাইবেনও না। প্যারোলের কথা যাঁরা বলেন তাঁরা ভুল পথে বলেন, না হয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলেন।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্যসচিব দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। প্রবন্ধে ছাত্র আবরার ফাহাদসহ সারা দেশে গুম-খুন-নিপীড়ন-নির্যাতনের চিত্রসহ দেশের মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়।’

নারী ও শিশু অধিকার  ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আমিনুল ইসলাম ও অ্যাডভোকেট ফাহিমা মুন্নীর পরিচালনায় সেমিনারে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্যসাতদিনের সেরা