kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

সরকারি প্রাথমিকে বেতনবৈষম্য নিরসনের দাবি

সাড়ে তিন লাখ শিক্ষকের কর্মবিরতি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক   

১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেতনবৈষম্য নিরসনের দাবিতে আজ সোমবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন দেশের প্রায় ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে তিন লাখ শিক্ষক। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের মোট ১৪টি সংগঠন মিলে সম্প্রতি গঠন করেছে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ’। এই পরিষদের ডাকে গত ৬ অক্টোবর এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেওয়ার দাবিতে আজ সারা দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পালন করা হবে তিন ঘণ্টার কর্মবিরতি। আগামী বুধবার অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।

মন্তব্যসাতদিনের সেরা