kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

সিংগাইরে জয়মণ্ডপ ব্রিজ অচল

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি   

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরেলিং ভেঙে গেছে। ঢালাই উঠে ব্রিজের ওপর সৃষ্টি হয়েছে বড় গর্ত। এই ভয়ানক চিত্র মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মণ্ডপ পুরনো বাসস্ট্যান্ড ব্রিজের। দুর্ঘটনার আশঙ্কায় কয়েক দিন ধরে ব্রিজটি দিয়ে যানবাহন ও মানুষ চলাচল বন্ধ রয়েছে। এতে সৃষ্টি হয়েছে জনভোগান্তি।

জানা গেছে, গত শতকের নব্বইয়ের দশকে উপজেলার হেমায়েতপুর-সিংগাইর সড়কে জয়মণ্ডপ বাসস্ট্যান্ডসংলগ্ন খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়। ব্রিজটি দিয়ে উপজেলার কমলনগর, ভাটি, রামনগর, নীলটেক, নাজিরপুর ও হিন্দু বানিয়ারা গ্রামসহ আশপাশের এলাকার মানুষ চলাচল করে। কিন্তু ব্রিজটি দিয়ে যানবাহন এমনকি পথচারীদের হেঁটে পারাপারও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ দুর্ঘটনা এড়াতে গত কয়েক দিন ধরে ব্রিজের ওপর দিয়ে যানবাহন ও মানুষ চলাচল বন্ধ রয়েছে।

সমাজকর্মী ডা. অনিমেষ দাস বলেন, ‘ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যাতায়াতে এলাকার হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এটি মেরামত অথবা এখানে নতুন একটি সেতু ব্রিজ নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।’

ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, ‘চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় আপাতত ব্রিজটি দিয়ে জনগণকে চলাচল না করার জন্য বলা হয়েছে। যত দ্রুত সম্ভব সংস্কার করে ব্রিজটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।’

মন্তব্যসাতদিনের সেরা