kalerkantho

শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি          

আসামির বদলে অন্যকে গ্রেপ্তার

ওসিসহ ছয় পুলিশকে শোকজ

বিশেষ প্রতিনিধি   

১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআসামির পরিবর্তে অন্য ব্যক্তিকে গ্রেপ্তার করার ঘটনায় কিশোরগঞ্জের ইটনা থানার ওসি মোহাম্মদ মোর্শেদ জামানসহ ছয় পুলিশ সদস্যকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন এই নির্দেশ দেন। ‘ভুল আসামি’ গ্রেপ্তার করায় কেন ওসিসহ ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এর কারণ দর্শাতে বলা হয়েছে আগামী দশ কার্যদিবসের মধ্যে।

অন্য পাঁচ পুলিশ সদস্য হলেন পরোয়ানা তামিলকারী অফিসার এসআই শামছুল হাবীব, এসআই ফারুক আহমেদ এবং তিন এএসআই আব্দুল হালিম, উজ্জ্বল ও আজিজুল।

অন্যদিকে ‘ভুল আসামি’ জামসু মিয়াকে মুক্তির নির্দেশ দেন আদালত।

কিশোরগঞ্জ জেলার ইটনা থানার

উদিয়ারপাড়ার (স্কুলপাড়া) সিরাজুল হকের ছেলে মো. জামসু মিয়াকে গত ৮ আগস্ট ইটনা থানার পুলিশ গ্রেপ্তার করেছিল।

আসামির নাম ও বাবার নামে মিল থাকায় ইটনা থানার পুলিশ জামসু মিয়াকে একটি মামলায় গ্রেপ্তার করে কিশোরগঞ্জ কারাগারে পাঠায়।

মন্তব্যসাতদিনের সেরা