kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

পানিতে ডুবে ৩ জেলায় চারটি শিশুর মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক   

২ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতিন জেলায় পৃথক ঘটনায় গতকাল বৃহস্পতিবার পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে কিশোরগঞ্জের ইটনায় হাওরে ডুবে যমজ দুই ভাই, জামালপুরের সরিষাবাড়ীতে ডোবায় ডুবে এক শিশু এবং ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, ইটনায় গতকাল হাওরের পানিতে ডুবে জুয়েল ও সোহেল নামে দুই যমজ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিন বছর বয়সের শিশু দুটি সদর উপজেলার হীরণপুর-মীরারকান্দি গ্রামের মো. আলিমুদ্দিনের ছেলে।

ইটনা থানার ওসি মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে সবার অগোচরে শিশু দুটি পানিতে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জামালপুর প্রতিনিধি জানান, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পূর্বপাড়া গ্রামে গতকাল ইমন নামের চার বছরের এক শিশু পানিতে ডুবে মারা যায়। সে স্থানীয় কৃষক রুবেল মিয়ার ছেলে।

জানা গেছে, রুবেল মিয়া সকাল ১০টার দিকে বাড়ির পাশে ডোবায় গরু গোসল করাতে নামেন। এ সময় শিশু ইমন ডোবার পাড়েই খেলছিল। একপর্যায়ে বাবার অগোচরে শিশুটি ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে শিশুটির লাশ ভেসে ওঠে।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে আপন আজিম (১০) নামে এক শিশু মারা গেছে। উপজেলার টাঙ্গাব ইউনিয়নের আলতাফ গোলন্দাজ আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। শিশুটি আশ্রয়ণ প্রকল্পের আজিম উদ্দিনের ছেলে ও স্থানীয় ওয়াইড ভিশন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

মন্তব্যসাতদিনের সেরা