দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে ছেলেধরা গুজব ছড়ানোর ঘটনা ঘটে চলেছে। এর মধ্যে নাটোরের বড়াইগ্রামে এক মাদরাসা ছাত্রকে অপহরণ করে গলায় ধারালো অস্ত্রের সামান্য পোঁচ দিয়ে গলা কাটা প্রচারের নির্দেশ দিয়ে ছেড়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনায় এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন্দুয়ায় ছেলেধরার কবলে পড়ে গলা কেটে হত্যাচেষ্টার নাটক সাজানোর ঘটনা ঘটেছে।
ছেলেধরা গুজব ছড়ানো চলছেই
কালের কণ্ঠ ডেস্ক

ছেলেধরা গুজবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। গত মঙ্গলবার এসংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, স্থানীয় অফিস ও প্রতিনিধিরা এসব ঘটনার বিস্তারিত জানিয়েছেন :
চট্টগ্রাম : গুজবে ভর করে চট্টগ্রাম জেলা ও নগরে গতকাল পর্যন্ত গণপিটুনির ছয়টি ঘটনায় আহতরা সবাই নিরীহ। কেউ মানসিক ভারসাম্যহীন, কেউ ব্যবসায়ী। আবার একজন মাকে শিশুসন্তানের সামনেই গণপিটুনি দেওয়া হয়েছে। অথচ ওই মা বাজার করতে গিয়ে শিশুসন্তানকে হারিয়েছিলেন।
এমন বাস্তবতায় গণপিটুনির ঘটনা ঠেকাতে এবার জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও চৌকিদার-দফাদারদের সঙ্গে নিয়ে মাঠে নামছে পুলিশ। জনগণের মধ্যে ব্যাপক প্রচারণা চালানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা গুজব ছড়াচ্ছে, তাদেরও বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রামে এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে মাইকিং এবং গণপিটুনির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে মামলা দায়ের ও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা ও নগরের ৩২টি থানায় পুলিশ এই কার্যক্রম চালাচ্ছে।
নাটোর : বড়াইগ্রামে ১২ বছর বয়সী এক মাদরাসার ছাত্রকে কে বা কারা অপহরণ করে গলায় ক্ষুরের আঘাতে কিঞ্চিত জখম করে হাসপাতালের সামনে রেখে গেছে। সিহাব নামের শিশুটি উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর হাফিজিয়া মাদরাসায় লেখাপড়া করে। সে পার্শ্ববর্তী চান্দাই রাজেন্দ্রপুরের আনিছুর রহমানের ছেলে।
আহত সিহাব জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে মাদরাসার সামনে থেকে তিনজন লোক সিএনজিচালিত একটি অটোরিকশায় তাকে জোর করে থেকে তুলে আনে। পরে বনপাড়ার কাছাকাছি এলে তার মুখ ও গলা চেপে ধরে দুর্বৃত্তরা গলায় ক্ষুর দিয়ে আঘাত করে। এ সময় তারা বলে, ‘তোকে মারলাম না। কিন্তু তোর গলা কাটা হয়েছে এটা সবখানে বলে বেড়াবি। অন্যথায় সত্যি সত্যি তোর গলা কেটে নামিয়ে দেব, তোকে মেরে ফেলব।’ পরক্ষণে সিহাবকে দুর্বৃত্তরা পাটোয়ারী জেনারেল হাসপাতালের সামনে নামিয়ে দেয়। সিহাব এ সময় নিজের গলা চেপে ধরে একাই হাসপাতাল গেটে আসে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল সকালে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
সাভার (ঢাকা) : সাভারের তেঁতুলঝোড়া এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে এক নারী নিহত হওয়ার ?পাঁচ দিন পর গতকাল তাঁর পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম সালমা বেগম (৪০)। তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মুসলিমাবাদ গ্রামের বিল্লাল বেপারীর মেয়ে। গণপিটুনিতে প্রাণহানির ওই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা সাভার চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এমারত হোসেন গতকাল বিকেলে পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
নেত্রকোনা : ব্লেড দিয়ে হাতের তালু কেটে গলা কেটে নেওয়ার নাটক সাজাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে তানিম নামের এক স্কুলছাত্র। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কেন্দুয়া উপজেলার পেরীরচর গ্রামে। সে খালিয়াজুরী উপজেলার গাজীপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে। পেরীরচর গ্রামে খালার বাড়িতে থেকে সে লেখাপড়া করে।
কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, সোমবার রাত ১১টার দিকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন আসে যে সান্দিকোনা ইউনিয়নের পেরীরচর গ্রামে একটি ছেলেকে তুলে নিয়ে বাড়ির পাশে নির্জন রাস্তায় গলাকাটার উদ্দেশ্যে আঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তাকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা কেন্দুয়া উপজেলা আদমপুর হাসপাতালে ভর্তি করেছে।
রানীশংকৈল (ঠাকুরগাঁও) : গুজব ছড়ানোর অভিযোগে ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে বেনু রায় অধিকারী বিনয় (২২) নামের এক কলেজছাত্রকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। বিনয় কুমার দিনাজপুর সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। বাড়ি উপজেলার লেহেম্বা গ্রামে, বাবার নাম দিজেন্দ্রনাথ অধিকারী ওরফে দিনকাটু।
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় গণপিটুনির ঘটনায় আরেকটি মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে ভালুকা মডেল থানায় ওই মামলা করা হয়। এবারের মামলার ঘটনাটি উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর গ্রামের। গত শনিবার সকালে ছেলেধরা সন্দেহে ওই গ্রামে দুই থেকে আড়াই শ মানুষের উপস্থিতিতে গণপিটুনির শিকার মালেকা খাতুনের স্বামী উপজেলার পাঁচগাঁও গ্রামের শাহ আলম মামলাটি করেন।
শ্রীবরদী (শেরপুর) : উপজেলার ইন্দিলপুরে গতকাল ছেলেধরা সন্দেহে আব্দুল খালেক (৩০) নামের এক মানসিক ভারসাম্যহীনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার পিয়ারপট্টি এলাকার আব্দুল গনির ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য গাজীউর রহমান বলেন, মাদরাসার সামনে ওই অপরিচিত যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।
শ্রীবরদী থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, কথাবার্তায় মনে হয় লোকটি মানসিক ভারসাম্যহীন। একেক সময় একেক কথা বলেন। তাঁর বাড়ির খোঁজখবর নেওয়া হচ্ছে। পরে আদালতে পাঠানো হবে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : ছেলেধরা সন্দেহে আড়াইহাজার উপজেলায় শায়লা বেগম (৩৬) নামে এক নারীকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তবে ওই নারী মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছে পুলিশ। তাঁর বাড়ি মাদারীপুরে। উপজেলার বিশনন্দী দয়াকান্দা এলাকায় ওই ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার এসআই আতাউর রহমান জানান, শায়লা বেগম নামে এক পাগল নারীকে এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি সুস্থ আছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ওই নারী মানসিক প্রতিবন্ধী।
সম্পর্কিত খবর

উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে কিছুদিন
নিজস্ব প্রতিবেদক

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি কমেছে অনেকটাই। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কিছুদিনও দেশে বৃষ্টি কম থাকতে পারে। তবে বর্ষাকাল হওয়ায় বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি হবে প্রতিদিনই।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি কিছুদিন কম থাকবে। তবে দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে।
নাজমুল হক জানান, বৃষ্টি কম থাকার সম্ভাবনা থাকায় আগামী কিছুদিন সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে তা খুব বেশি বাড়বে না।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের ২১ তলায় আগুনের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির অনেক মালপত্র পুড়ে ছাই হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে এ তথ্য দেন ফায়ার সার্ভিস সদর দপ্তর ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ অভিযোগ গঠন করেন। তবে জামিনে থাকা আসামি সম্রাট আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এদিন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে তাঁর আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। সেখানে উল্লেখ করা হয়, আসামি সম্রাট অসুস্থ।
সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তাঁর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

শিক্ষাঙ্গন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘সপ্তম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ২০২৫ সালে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নিয়াজ জামান। আরো বক্তব্য দেন ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম (অব.) প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
।