যেসব ভাড়াটিয়া বাড়িওয়ালার প্রতারণার শিকার হয় তাদের আইনি সহায়তা দিতে চায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বর্তমানে তাদের কর্মপরিধিতে বিষয়টি নেই। জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে অধিদপ্তর নতুন ২০টি বিষয় তাদের আইনের আওতায় আনতে চায়। বাড়িভাড়া ছাড়াও এর মধ্যে রয়েছে ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি, বিনোদনকেন্দ্র, সেলুন/বিউটি পার্লার, আবাসন, জুয়েলারিসহ আরো কিছু খাত।
ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়ার পাশে দাঁড়াতে চায় ভোক্তা অধিদপ্তর
- চাই আইন সংশোধন
শওকত আলী

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লষ্কর কালের কণ্ঠকে বলেন, ‘অনেকে আমাদের কাছে অভিযোগ নিয়ে আসে। সেগুলো আইনের আওতার বাইরে বলে আমরা আমলে নিতে পারছি না। বাড়িভাড়া বা হজ প্যাকেজ নিয়ে অনেকেই প্রতারণার শিকার হয়।
ভোক্তার স্বার্থ সংরক্ষণে ১০ বছর ধরে কাজ করে যাচ্ছে এ অধিদপ্তর। গ্রাহক সেবাসংক্রান্ত মোট ১০টি বিষয়ের ভিত্তিতে অভিযোগ আমলে নিয়ে দ্রুত তদন্ত ও বিচার করার এখতিয়ার রাখে প্রতিষ্ঠানটি।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্যাকেটজাত নানা পণ্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতে দেখা যায়। এটা এক ধরনের গ্রাহক প্রতারণা। প্রতারিত অনেক ভোক্তা এ বিষয়ে অধিদপ্তরে গিয়েছে, তাদের কেউ কেউ সহায়তাও পেয়েছে।
অধিদপ্তর সূত্র জানায়, ২০১০-২০১৩ সাল পর্যন্ত লিখিত অভিযোগের সংখ্যা ছিল ১৭৯। প্রতিটি অভিযোগই নিষ্পত্তি করা হয় এবং সবগুলোতেই রায় যায় ভোক্তার পক্ষে। ধীরে ধীরে বাড়তে বাড়তে ২০১৭-১৮ অর্থবছরে এই অভিযোগের সংখ্যা দাঁড়ায় ৯ হাজার ১৯। এই বছরেও সব অভিযোগের নিষ্পত্তি হয়। ২০১৮-১৯ অর্থবছরে এসে গত ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযোগ জমা পড়েছে পাঁচ হাজার ৩৬৭টি। এখন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে দুই হাজার ৫৪৫টি বলে অধিদপ্তর সূত্রে জানা যায়, বাকিগুলো বিচারাধীন।
সম্পর্কিত খবর

আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৫.৯ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৩.৪ ডিগ্রি সে.। রাজশাহী ৩৫.৫ ডিগ্রি সে.। রংপুর ৩৬.৯ ডিগ্রি সে.।
গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৬.৮ ডিগ্রি সে.।
রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বুরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সূত্র : আবহাওয়া অধিদপ্তর

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়
নিয়োগে অনিয়ম তিন কর্মকর্তার পদাবনতি
চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) নিয়োগে অনিয়মের ঘটনা ধরা পড়ার পর সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ব্যক্তিগত সহকারী রাহুল দাশের স্ত্রী পাপিয়া সেনসহ তিন কর্মকর্তার পদাবনতি করা হয়েছে। অন্য দুই কর্মকর্তা হলেন ডা. মো. তারিকুল ইসলাম ও ডা. আদিত্য চৌধুরী অভি। তাঁরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে ডা. তারিকুল তত্কালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম লুত্ফুল আহসানের একান্ত সচিবের দায়িত্বও পালন করেছিলেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ওই তিন কর্মকর্তার চাকরিতে অভিজ্ঞতা কম থাকা সত্ত্বেও তাঁদের একেকজন নবম গ্রেড থেকে ষষ্ঠ ও সপ্তম গ্রেডে নিয়োগ পেয়েছিলেন ২০২৩ সালের ৩১ অক্টোবর। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) বাজেট টিমের পর্যবেক্ষণের ওপর মতামত-পরামর্শ প্রদানের জন্য গঠিত সুপারিশ সিন্ডিকেট সভায় গত ২৮ জুন অনুমোদন হয়। এরপর গত বৃহস্পতিবার ওই তিন কর্মকর্তার পদাবনতি সম্পর্কিত একটি আদেশ জারি করে সিভাসু কর্তৃপক্ষ।
ওই আদেশে বলা হয়, যেহেতু তাঁদের নিয়োগ প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বাজেট টিমের আপত্তি রয়েছে, তাই তাঁদের প্রত্যেককে পূর্ববর্তী পদে স্থাপন কমর এরই মধ্যে বর্তমান পদে প্রদানকৃত অতিরিক্ত অর্থ সুবিধাভোগীদেও কাছ থেকে আদায় করে বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা করা হোক।

শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, জামা-জুতাও খুলে নিয়ে গেছে
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে এক যুবকের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুধু তা-ই নয়, ভুক্তভোগীর পরনে থাকা জামা ও জুতাও খুলে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
শুক্রবার সকালে শ্যামলী ২ নম্বর রোডে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটে।
শেরেবাংলানগর থানার ওসি ইমাউল হক কালের কণ্ঠকে জানান, ভুক্তভোগী যুবকের নাম শিমিয়ন (২৭)।
ওসি জানান, এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী থানায় এসে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিমিয়ন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে তিন ছিনতাইকারী তাঁর পথ রোধ করে। পরে দুজন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর সঙ্গে থাকা ব্যাগ, টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়।

শোভাযাত্রা
