ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭

আওয়ামী লীগের ‘নির্বাচনী ট্রেন যাত্রা’ শুরু

সৈয়দপুর (নীলফামারী) ও দিনাজপুর প্রতিনিধি
সৈয়দপুর (নীলফামারী) ও দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
আওয়ামী লীগের ‘নির্বাচনী ট্রেন যাত্রা’ শুরু

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারের কৌশল হিসেবে ‘নির্বাচনী ট্রেন যাত্রা’ শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উপলক্ষে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। আজ শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটি নীলফামারীর সৈয়দপুর ও দিনাজপুরের বিরামপুরে আসছে।

এই ‘নির্বাচনী ট্রেন যাত্রা’য় দলে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল হক, আহাম্মেদ হোসেন, দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, সকালে প্রতিনিধিদলটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আন্ত নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে নীলফামারীর উদ্দেশে যাত্রা করবে। যাত্রাপথে উত্তরবঙ্গের কয়েকটি রেলওয়ে স্টেশন এলাকায় পথসভায় বক্তব্য দেবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্যরা। বিকেলে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের সামনে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত পথসভায় বক্তব্য দেবেন তাঁরা।

পরদিন রবিবার সকালে সৈয়দপুর সড়ক ও জনপথ দপ্তরের রেস্ট হাউসে রংপুর সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন ওবায়দুল কাদের।

এরপর সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং শেষে বিমানযোগে ঢাকা যাবেন তাঁরা।

এদিকে মন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর আওয়ামী লীগ যৌথ সভা করেছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতাদের সফর সফল করতে শ্রমিক লীগ রেলওয়ে কারখানা ও ওপেন লাইন শাখা দফায় দফায় সভা করেছে।

গোটা রেলওয়ে স্টেশনসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছে।

বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে পথসভায় অংশ নেবেন তাঁরা। পথসভায় সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মণ্ডল। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু।

নির্বাচনের আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতার আগমনে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা আওয়ামী লীগে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩৯১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩৯১

এক দিনে আরো ৩৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে রোগটিতে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ হাজার ৪৬০ জন ও মৃত্যু হয়েছে ৫৫ জনের।

সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে। গতকাল পর্যন্ত এই বিভাগে আক্রান্ত হয়েছে ছয় হাজার ৮৪ জন এবং মৃত্যু ১৪ জনের।

গত এক দিনে হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৮৩ জন, ঢাকার বাইরে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২৮ জন, এরপর রাজশাহীতে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ঢাকা বিভাগে (মহানগরীর বাইরে) ৩৯ জন, খুলনা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন ও রংপুর বিভাগে দুজন। সিলেট বিভাগে কোনো রোগীর তথ্য পাওয়া যায়নি।

মাসওয়ারি হিসাবে জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় এক হাজার ১৬১ ও মারা যায় ১০ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ ও মৃত্যু তিন, মার্চে আক্রান্ত ৩৩৬ জন, এই মাসে কোনো মৃত্যু নেই। এপ্রিলে আক্রান্ত ৭০১ ও মৃত্যু সাত, মে মাসে আক্রান্ত এক হাজার ৭৭৩ ও মৃত্যু তিনজনের। জুন মাসে আক্রান্ত পাঁচ হাজার ৯৫১ ও মৃত্যু ১৯ জনের। চলতি মাসে এ পর্যন্ত আক্রান্ত চার হাজার ১৬৪ ও মৃত্যু ১৩ জনের।

মন্তব্য

সীমান্তে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
সীমান্তে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন। গতকাল শনিবার সকাল সোয়া ৮টার দিকে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে বিজিবির তামাবিল বিওপির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি সদস্যরা মুখলেছুর রহমান সুমনকে সিলেটের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেন। জানা গেছে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা মোখলেছুর রহমান সুমনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর দমন-পীড়নসহ নানা অভিযোগের মামলায় তিনি পলাতক আসামি।

 

মন্তব্য

ছাত্রদল থেকে ৯ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ছাত্রদল থেকে ৯ নেতার পদত্যাগ

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) সংলগ্ন এলাকায় সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। নৃশংস এ ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিচার দাবিতে দেশজুড়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ফলে গত শুক্র ও শনিবার দুই দিনে সংগঠনের প্রতি ক্ষোভ ও হতাশা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শাখা কমিটির ৯ জন নেতাকর্মীর পদত্যাগের খবর পাওয়া গেছে।

পদত্যাগকারী নেতাকর্মীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী মোহাম্মদ আবু সায়ীদ, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত, একই শাখার আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান রানা, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সহসভাপতি রাসেল মিয়া।

এ ছাড়া ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সদস্য মুহাম্মাদ রাব্বি মিয়া, গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. জাহিমুর রহমান জিসান ও সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান এবং সিলেটের চুনারুঘাট ছাত্রদল ৯ নম্বর রানীগাঁও শাখার পূর্ণাঙ্গ কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম ইমরুল পদত্যাগের  ঘোষণা দেন।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি বলেন, রাত ৯টা ৫৮ মিনিটের দিকে দুষ্কৃতকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তবে ঘটনার পর আশপাশের মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ