kalerkantho

মঙ্গলবার । ৫ ফাল্গুন ১৪২৬ । ১৮ ফেব্রুয়ারি ২০২০। ২৩ জমাদিউস সানি ১৪৪১

অমর বাণী

২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসংসারে আপন-পর কেহই নাই। যে আপন মনে করে সেই আপন—যে পর বলিয়া জানে সে আপন হইলেও পর। 

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে, যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে।

—মহাত্মা গান্ধী

 

কে আমাদের এক শ বার রসগোল্লা খাইয়েছিল, তা আমরা ভুলে যাই। কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল, তা মনে রাখি।

—আবদুল্লাহ আবু সায়ীদ

মন্তব্যসাতদিনের সেরা