ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

সমতা ও সাম্যের বাংলাদেশ চাই

অন্যান্য
অন্যান্য
শেয়ার
সমতা ও সাম্যের বাংলাদেশ চাই

জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগণতান্ত্রিক শাসকের হাত থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। এটা সম্ভব হয়েছে তাঁর রাজনৈতিক দূরদর্শিতা আর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের কারণে। আন্তর্জাতিক বাধা অতিক্রান্ত করে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে, পদ্মা সেতু আজ দৃশ্যমান। কর্ণফুলী টানেল, পাতাল রেল, জনগণের স্বাস্থ্য খাত থেকে শুরু করে নারী উন্নয়নসহ সর্বক্ষেত্রে উন্নতি অস্বীকার করা যায় না।

অর্থনীতিতে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ১২৮তম আর এশিয়ায় ৪১ দেশের মধ্যে ২৮তম। প্রতিবছরই এ তালিকায় বাংলাদেশ অগ্রসরমাণ, আজ সমৃদ্ধির পথে বাংলাদেশ। অর্থনৈতিক উন্নতি হয়েছে, ধনীর সংখ্যা বেড়েছে; কিন্তু বৈষম্য কমেনি। একটি শ্রেণি হাজার হাজার কোটি টাকা মুনাফা অর্জন করে সাধারণ জনগণের ঘাড়ে বসে।
তাদের বিচরণ রাজনৈতিক অঙ্গনে, সন্ত্রাসে, কালোবাজারিতে, গণপরিবহনে, নৌপরিবহনে। কেউ কেউ ইয়াবা কারবার করে, চোরাকারবারি করে হিমালয় সম অবৈধ অর্থের পাহাড়ে বসে খবরদারি করছে রাষ্ট্রের জনগণের। সাধারণ মানুষ তথা সমাজ ও রাষ্ট্রের মানুষ কিন্তু এই খবরদারি করা প্রতাপশালীদের হাত থেকে মুক্ত হতে পারেনি। সরকারের জোরালো ভূমিকা থাকবে অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা।

নিমাই কৃষ্ণ সেন

বাগেরহাট।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ